Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৫:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২২

কোটি মানুষের স্বপ্ন চোখে নিয়ে আজ মাঠে নামবেন সাবিনারা

বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল

এবারের সাফ চ্যাম্পিয়নশিপ মালদ্বীপ,পাকিস্তান, কিংবা শক্তিশালী ভারত নয়, মাত করে রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা, কৃষ্ণাদের খেলোয়াড়ি নৈপুণ্যতায় নাকানিচুবানি খেয়েছে ভারতের মতো দল।  একে একে চার প্রতিপক্ষকে গোল-বন্যায় গুঁড়িয়ে এবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে বাংলাদেশ। আজ নেপালের বিরুদ্ধে বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামবে শিরোপা জয়ের লক্ষ্যে।

এবার সাফে কোন গোল হজম না করে চার ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ  ঢুকিয়েছে ২০ গোল। মালদ্বীপকে ৩-০ গোলে হারানোর পর পাকিস্তানকে ৬-০ গোলে গুঁড়িয়ে দেন সাবিনারা।

পরে ভারতকে ৩-০ গোলে হারিয়ে হয় গ্রুপ সেরা। কৃষ্ণা রানি সরকার, সিরাত জাহান স্বপ্নাদের ঝলক দেখা যায় সেমিফাইনালে। ভূটানকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ।

অন্য দিকে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে আসা নেপালও বেশ শক্তিশালী। নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শক ও মাঠের সমর্থন পাচ্ছে তারা। বাংলাদেশকে সেদিক থেকে নিজেদের স্কিল আর তীব্র তাড়নায় জয় করতে হবে সব চাপ।

ফাইনালে নামার আগে সাবিনা সতীর্থদের বলছেন কোনভাবেই চাপ নেয়া যাবে, খেলার ভেতর থেকে কেউ বিচ্যুত হবে না, 'দলকে একটা কথাই বলেছি, যেহেতু ফাইনাল, সেহেতু যেকোনো কিছুই হতে পারে। আমার বিশ্বাস মেয়েরা গেম থেকে হারাবে না। তারা এখন পরিণত। মারিয়া-মনিকাদের বয়স এখন আর ১৪-১৫ বছর নেই। তারা এখন বড় হয়েছে এবং বুঝতে পারে, গেম ধরতে পারে। আমার মনে হয় কোনো চাপ মেয়েদের ভেতরে থাকবে না, তারা স্বাভাবিক খেলাটাই খেলবে।'

বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। খেলাটি দেখা যাবে elevensports.com ওয়েবসাইটে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়