Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ২০ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১১:১৪, ২১ সেপ্টেম্বর ২০২২

ছাদখোলা বাসে কোন কোন রুটে ঘুরানো হবে সানজিদাদের?

সানজিদাদের জন্য প্রস্তুত বিআরটিসির ছাদখোলা চ্যাম্পিয়ন বাস

সানজিদাদের জন্য প্রস্তুত বিআরটিসির ছাদখোলা চ্যাম্পিয়ন বাস

কিছুটা আক্ষেপ করেই হয়তো ফাইনাল ম্যাচের আগে সানজিদা আক্তার নিজের ফেসবুকে পোস্টে ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে সংবর্ধনা দিতে হবে না লিখেছিলেন। জাতীয় দলের এই উদীয়মান ফুটবলারের পোস্টটি মন ছুঁয়ে যায় হাজারো মানুষের। সানজিদাদের এই আক্ষেপ ঘুচাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

আগামীকাল (বুধবার) দেশে ফিরে ছাদখোলা বাসে করেই বাফুফেতে যাবেন সাবিনা-সানজিদারা। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফের সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যৌথভাবে মেয়েদের বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হবে।

সভায় এটিও ঠিক করা হয় কোন কোন রুটে ঘুরিয়ে বিমানবন্দর থেকে বাফুফে অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হবে শিরোপাজয়ী বাঘিনীদের। আগামীকাল (২১ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে কাঠমান্ডু থেকে সাবিনারা ঢাকায় ফিরবেন। সেখানে মিষ্টিমুখ করা হবে সাফ জয়ী সানজিদাদের।

এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পাশাপাশি  বাফুফের কর্মকর্তাও থাকবেন। এরপর বিমানবন্দর থেকে বিজয়ীদের বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয়স্মরণী ফ্লাইওভার, তেজগাঁ, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।

ছাদখোলা বাস নিশ্চিত হয়েছে। বিআরটিসির বাসটি বর্তমানে ব্র্যান্ডিং হচ্ছে। ওপরের অংশ খুলে ছাদ খোলা থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে। পুরো বাসে সাফ জয়ী দলের ছবি মোড়ানো থাকবে। থাকবে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। খোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুফে ভবনে।

মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। তবে ট্রাফিক বিভাগের সঙ্গে সন্ধ্যায় আলোচনা করে নারী দলের বাফুফে ভবনে আসার রোডম্যাপ কিছুটা বদল হতে পারে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়