স্পোর্টস ডেস্ক, আইনিউজ
মহা সংবর্ধনা পেতে যাচ্ছেন বাংলার বাঘিনীরা
চলছে ছাদখোলা চ্যাম্পিয়ন বাসের ব্রান্ডিংয়ের কাজ
নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি। বিজয়ী দলের বাঘিনী খেলোয়াড়দের নিয়ে এখনো উচ্ছাস প্রকাশ করছেন দেশের লাখো ফুটবল ভক্ত। আজ দুপুরে দেশে ফিরবেন বাংলার বাঘিনীরা। তাদেরকে বরণ করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চলছে মহা কার্যক্রম। ছাদখোলা চ্যাম্পিয়ন বাস, সংবর্ধনা এসব নিয়ে ব্যস্ত প্রহর কাটছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর। সেখানেই সানজিদাদের দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা। এরপর ছাদখোলা বাসে করে ঢাকা শহর ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় হবে এই আয়োজন। গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সভার পর বাফুফেতে সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
তিনি বলেন, 'বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ দল হজরত শাহজালাল বিমানবন্দরে নামবে। সেখানে ক্রীড়া মন্ত্রী, সচিব ও বাফুফে কর্মকর্তারা মেয়েদের অভ্যর্থনা জানাবেন। এসব নিয়ে সিভিল এভিয়েশনের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে আমাদের। আমরা মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেব, মিষ্টি মুখ করাব। তার পর হয়তো প্রেস ব্রিফিং হবে।'
'এরপর ছাদ খোলা বাসে তারা আসবে। বাস কনফার্ম করা হয়েছে, ব্র্যান্ডিংয়ের কাজ চলছে। সাউন্ড সিস্টেমে ফুটবল বা ক্রীড়া বিষয়ক গানগুলি বাজবে। সেই বাসে করে আমাদের বীর ফুটবলাররা মতিঝিলে বাফুফে ভবনে আসবে। এখানে সভাপতি ফুল দিয়ে বরণ করবেন। এরপর হালকা রিফ্রেশমেন্ট, ফটোসেশন দিয়ে আপাতত সংবর্ধনা শেষ হবে।'—যোগ করেন সোহাগ।
গতকালই বিআরটিসির একটি দোতলা বাসের ছাদ খুলে চ্যাম্পিয়নদের প্যারেডের জন্য তৈরি রেখেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দরে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বরণ করবেন তাদের। মেয়েরা এরপর ট্রফি নিয়ে সেই বাসে চড়ে আসবেন মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন আরেক দফা বরণ করবেন তাদের। সেই বাস বিমানবন্দর থেকে বনানী, মহাখালী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণি উড়ালসেতু দিয়ে বাঁয়ে চলে যাবে। তেজগাঁও, কাকরাইল, ফকিরাপুল, আরামবাগ হয়ে ফুটবলাররা পৌঁছবেন বাফুফে ভবনে।
- ছাদখোলা বাসে কোন কোন রুটে ঘুরানো হবে সানজিদাদের?
- সানজিদাদের সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাস’
ট্রাফিক ভবনের সঙ্গে কথা বলে এই পথের ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয় বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক। ট্রফি নিয়ে ফেরার দিনেই শেষ নয়, পরে আরও আয়োজনের ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
'পরবর্তীতে আরও কিছু থাকলে, আরও জাঁকজমকভাবে কিছু করতে হলে তা বাফুফে সভাপতি ও কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সম্পাদন করা হবে।'—বলেন সোহাগ।
এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে চ্যাম্পিয়ন দলকে নিয়ে ‘থিম সং’ তৈরি করা হচ্ছে বলেও জানান বাফুফে সাধারণ সম্পাদক। নেপালের কাঠমান্ডুতে সোমবার ফাইনালে স্বাগতিক দলকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে বাংলাদেশ।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা