Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ২১ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২১:২৮, ২১ সেপ্টেম্বর ২০২২

সুস্থ আছেন আহত নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা

আহত ফুটবলার ঋতুপর্ণা চাকমা

আহত ফুটবলার ঋতুপর্ণা চাকমা

আহত নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা সুস্থ আছেন। তবে তাঁর মাথায় তিনটা সেলাই লেগেছে। এখন তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাফুফে ভবনে আছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঋতুপর্ণার টিমমেট আরেক নারী ফুটবলার কৃষ্ণা রাণী সরকার। 

জানা গেছে- সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী দল ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে বেশ উদযাপন করে যাচ্ছিল। বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেয়া হয়েছে। 

ঘটনাটি ঘটে মূলত র‌্যাডিসন হোটেলের সামনে আসার পর। রিতুপর্ণা চাকমা মোবাইল দিয়ে নিজেদের বিজয় উদযাপন লাইভ করছিলেন। র‌্যাডিসন ব্লু হোটেলের সামনেই বাস একেবারে রাস্তার আইল্যান্ডের কিনারায় চলে যায়। যেখানে ঝুলানো বিলবোর্ডের কোনায় লেগে মাথার এক পাশ কেটে যায়।

ঋতুপর্ণার টিমমেট কৃষ্ণা রাণী সরকার বলেন- ‘রিতু এখন ভালো আছে। রিতুর মাথায় ৩ টা সেলাই লেগেছে, সে এখন বাফুফে ভবনে চলে এসেছে। সবাই রিতুর জন্য দোয়া করবেন।’

নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, রিতুপর্ণার মাথার একপাশ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে বাফুলে ভবনে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে বাফুফের নিজস্ব ডাক্তার রয়েছেন। তাদের ব্যবস্থাপনায় পরবর্তী চিকিৎসা চলবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নারী দল। সেখান থেকে ছাদখোলা বাসে খেলোয়াড়দের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাস পথে পথে উদযাপন করে বাফুফে ভবনে গিয়ে পৌঁছায়।

আরো পড়ুন : মাআশা আমিনির মৃত্যু : গোটা ইরান কাঁপছে হিজাব বিরোধী বিক্ষোভে

আইনিউজ/এইচকে

আইনিউজ ভিডিও

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়