Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ১ অক্টোবর ২০২২

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলার নারী ক্রিকেট দলের

শেষ বলে ছয় মেরে জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টাইগ্রেসরা

শেষ বলে ছয় মেরে জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টাইগ্রেসরা

সিলেটে আয়োজিত নারীদের এশিয়া কাপ ২০২২ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও থাইল্যান্ড। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিলো বাংলাদেশ। ফলে লাভও হয়েছে। অল্প রানেই গুটিয়ে নিয়ে স্বল্প টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। আর ৯ উইকেট হাতে রেখেই বিশাল এক জয় এশিয়া কাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই। সেটা ছুঁতে একটু মন্থর ব্যাটে খেলতেই পারত বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই ব্যাটিং তান্ডব চালালেন ওপেনার শামীমা সুলতানা। বিধ্বংসী এক ইনিংসে বাংলাদেশ জয় তুলে নিয়েছে সহজেই। থাইল্যান্ডের বিপক্ষে ৫০ বল হাতে রেখেই ৯ উইকেটের জয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টাইগ্রেসরা।

স্পোর্টিং উইকেট হলেও থাই ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ব্যাটাররা অবশ্য শুরু থেকেই আগ্রাসী ছিলেন। শামীমা ১০ চারে ৩০ বল খেলে ৪৯ রানের একটা বিধ্বংস ইনিংস খেলেন। তার ব্যাটিং তান্ডবে পাওয়ার প্লেতেই বাংলাদেশ তুলে নেয় ৫২ রান। রানরেট ছিল সাড়ে আটের বেশি। ৮ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৬৯।

জয়ের জন্য যখন বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪ রান, তখনই থাই বোলার পোথায়োঙ্গের বল মিড উইকেট দিয়ে স্লগ করতে যান। কিন্তু বিফল হন, বোল্ড আউট হয়ে ধরতে ড্রেসিং রুমে পথ। অর্ধশতক থেকে ছিলেন মাত্র ১ রান দূরে।

তার বিদায়ে রানের চাকার গতি একটু ধীর হয় বটে, তবে জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগ্রেসদের। শেষ বলে ছয় মেরে জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টাইগ্রেসরা।   

এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছিল দিগার সুলতানা জ্যোতি বাহিনী। টি-টোয়েন্টি র‍্যাংকিং এ বাংলাদেশের মেয়েরা রয়েছে নবম স্থানে। অন্যদিকে থাইল্যান্ড রয়েছে এগারো তম স্থানে।

শনিবার (১ অক্টোবর) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। গাজী টিভি ও স্টার স্পোর্টস এশিয়া কাপের ম্যাচগুলো সিলেট থেকে সরাসরি সম্প্রচার করবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়