স্পোর্টস ডেস্ক, আইনিউজ
ক্রিকেটার আল আমিনকে ধরতে গ্রেপ্তারী পরোয়ানা জারি
![বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন](https://www.eyenews.news/media/imgAll/2021April/আল-আমিনের-বিরুদ্ধে-গ্রেপ্তারি-পরোয়ানা-eyenews-2210121353.jpg)
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন
বেশ কিছুদিন ধরেই খেলা রেখে নিজের দাম্পত্য জীবন নিয়ে জাতীয় আলোচনায় আছেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার আল আমিন। আল আমিন মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দেন না এমন অভিযোগে আদালতে মামলা করেছিলেন আলামিন পত্নী ইসরাত জাহান। এবার সেই মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন।
এদিন আল-আমিনের জবাব দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু আল-আমিন আদালতে উপস্থিত হতে পারেননি। তারপক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। অপরদিকে আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আল-আমিনের বিরুদ্ধে গ্রেফতরি পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী শামসুজ্জামান গ্রেপ্তারী পরোয়ানা জারির বিষয়টি জানান।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান আল-আমিন। গত ৭ সেপ্টেম্বর একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ ও সন্তানদের খরচ দাবি করে আদালতে ইসরাত জাহান মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে যা জানা যায়-
২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক ইসরাত জাহান ও আল-আমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দু’টি ছেলে সন্তান রয়েছে। বেশ কিছুদিন আল-আমিন স্ত্রী ও সন্তানদের খোরপোষ দেন না এবং খোঁজ না নিয়েও এড়িয়ে চলছেন। গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন।
ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে, এবং সংসার করবে না বলে জানায়। ইসরাত জাহান ৯৯৯-এ ফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।
অভিযোগে আরও লিখা হয়, পরকীয়ায় আসক্তির কারণে আল-আমিন এই কাজ করেছে। গত দুই বছর ধরে আসামি বাদীর খোঁজখবর নেয় না এবং বাসায় নিয়মিত থাকে না। ফলে ইসরাত তার দুই সন্তানসহ বসতবাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারসহ মাসিক ভরণপোষণ দাবি করে মামলাটি দায়ের করেন।
বউকে তালাক দিলেন ক্রিকেটার আল আমিন
এদিকে স্ত্রী ইসরাত জাহানকে তালাক দেয়ার কথা আদালতে জানিয়েছেন ক্রিকেটার আল আমিন।
ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেওয়া এক লিখিত জবাবে আল আমিন জানিয়েছেন, বৈবাহিক জীবনে তিক্ততা বৃদ্ধির কারণে ২৪ আগস্ট স্ত্রীকে তালাক দেন।
বাদী পক্ষের আইনজীবী শামসুজ্জামান জানিয়েছেন, পাঁচ দিন পর শুনানি হবে। তিনি জানান, আসামি আদালতে হাজিরা দিয়েছেন। লিখিত জবাবে জানিয়েছেন, গত ২৫ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছেন।
তবে তালাকের বিষয়ে এখনো কিছু পাননি বলে জানিয়েছেন আল-আমিন পত্নী ইসরাত জাহান।
তিনি বলেন, 'আমি তালাকের কোন নোটিশ বা কাগজপত্র পাইনি। আমি ন্যায়বিচার চাই।'
উল্লেখ্য, আল আমিনের স্ত্রী ইসরাত গত ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় এবং ৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে যৌতুক দাবি, ভরণ-পোষণ না দেওয়া এবং নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ২৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা