হেলাল আহমেদ, আইনিউজ
রুশোর সেঞ্চুরি, জিততে হলে বাংলাদেশের চাই ২০৬ রান!
বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার রানের পাহাড় গড়েছেন কুক-রুশো
বাংলাদেশের বিপক্ষে আজকে টস জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে সাউথ আফ্রিকা। আফ্রিকার দলীয় মাত্র ২ রানের সময়ই গত ম্যাচের মতো জ্বলে ওঠেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে নুরুলের হাতে ক্যাচ তোলে দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার বাবুমা। কিন্তু সেই জ্বলে ওঠাই শেষ। এরপর রিলি রুশো আর কুইন্টন ডি কু'কের শক্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে বড় হতে থাকে রানের পাহাড়।
২ রানে ১ উইকেট হারানোর পরও থেমে থাকেনি কু'ক-রুশোর ব্যাট। তাসকিন আহমেদ ১ উইকেট নিলেও ৩ ওভার বোলিং করে রান দিয়েছেন ৪৫। মুস্তাফিজুর রহমান যদিও তার করা ৪ ওভারে ২৫ রান দিয়ে দলকে কিছুটা ধরে রাখার চেষ্টা করেছেন। কিন্তু অন্য প্রায় সবার ওভার থেকেই মোটা দাগে রান সংগ্রহ করেছেন ডি কু'ক এবং রুশো।
কু'কের ফিফটি, রুশোর সেঞ্চুরি
সাউথ আফ্রিকার দ্বিতীয় উইকেট যখন হারায় তখন তাদের রান ১৭০। বড় ধরণের রানের জুটি গড়েছেন কু'ক-রুশো। রুশো ছক্কা মেরেছেন ৮টি, কু'ক মেরেছেন ৩টি। তাদের দুজনের ব্যাট থেকেই এসেছে ১৭২ রান। আজকের ম্যাচে ১৯৪.৬৪ রেটে ব্যাটিং করা রিলি রুশো মাত্র ৫৬ বল খেলে নিজের শতক পূরণ করে নিয়েছেন। সাকিব আল হাসানের বলে লিটনের হাতের কটের শিকার হয়ে সাজঘরে ফেরেন রুশো।
অন্যদিকে কুইন্টন ডি কু'ক করেছেন ৬৩ রান। এউই রান করতে বল খেলেছেন ৩৮টি। আফিফ হোসেনের বলে সৌম্য সরকারের কাছে ক্যাচ তোলে দিয়ে আউট হন তিনি।
সাউথ আফ্রিকার সংগ্রহ ২০৫ রান
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে বিশাল রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা। ২০ ওভার খেলে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২০৫ রান। টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মতো প্রতিপক্ষের কাছে এই রান ডিঙিয়ে জয় পাওয়া কিছুটা মুশকিলই হবে।
দলের হয়ে কুইন্টন ডি কুক এবং রিলি রুশো ছাড়া অন্য ব্যাটারদের ব্যাট তেমন উজ্জ্বল ছিলো না বলা যায়। কু'ক-রুশোর আউটের পর স্টাবস-মারক্রাম ব্যাট করতে নেমে দুজনের ধরা দিয়েছেন সাকিব-হাসান মাহমুদের বোলিংয়ের কাছে। ক্যাচ তোলে দিয়ে একজন ৭ রান এবং আরেকজন ১১ রান করে সাজঘরে ফিরে গেছেন।
ডেভিড মিলার ব্যাট করতে নেমেও ব্যাট করার সুযোগ পায়নি। এর আগেই ইনিংসের নির্ধারিত ওভার শেষ হয়ে যায়।
আজকের ম্যাচে ব্যাটারদের বাইরে অতিরিক্ত রান এসেছে ১২। এরমধ্যে দুইটি হোয়াইট এবং চারটি নো বল ছিল।
বাংলাদেশকে জিততে হলে সাড়ে ১০ রান করে তোলতে হবে প্রতি ওভারে। কারণ জিততে হলে তাদেরকে করতে হবে ২০৬ রান। টি টোয়েন্টি ফরম্যাটে এ ধরণের বিশাল অঙ্কের রানের সামনে বাংলাদেশ খুব কম বারই জয় ছিনিয়ে আনতে পেরেছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা