Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ১০ নভেম্বর ২০২২

পারল না ভারত, বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের এবারের আসর শুরু করেছিলো রোহিত শর্মার ভারত সেই পাকিস্তান সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে। অথচ ইংল্যান্ডের সাথে হেরে ফাইনালে খেলার স্বপ্ন খানখান হয়ে গেছে ভারতীয়দের। রীতিমত ভারতকে তুলোধুনো করে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে ওঠেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে আইসিসি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের লজ্জার হার উপহার দিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে ছয় উইকেটে ১৬৮ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছায় ইংলিশরা। বাকি ছিল আর ২৪ বল।

আগামী ১৩ নভেম্বর মেগা ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নামেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। একদম শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন দুই ওপেনার। পাঁচ ওভারের মাঝে পূরণ হয় দলীয় অর্ধশতক, একাদশতম ওভারে আসে শতক।

বাইশ গজে ঝড় তুলে ২৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন অ্যালেক্স হেলস। অন্যপ্রান্তে বাটলার অর্ধশতকের দেখা পান ৩৬ বলে। দুজনের ব্যাটে ঝড়ো গতিতে জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড। ইনিংসের শেষ পর্যন্ত হেলস ৮৬ ও বাটলার ৮০ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেএল রাহুল ও রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন রাহুল।

আগের দুই ম্যাচে ফিফটির দেখা পেলেও আজ ৫ রানের বেশি করতে পারেননি রাহুল। ক্রিস ওকসের বলে বাটলারের তালুবন্দী হন তিনি। এরপর ৪৭ রানের জুটি গড়েন বিরাট কোহলি ও রোহিত।

দলীয় ৫৬ ও ব্যক্তিগত ২৭ রানে রোহিত বিদায় নেন। এরপর ভারত বড় ধাক্কা খায় সূর্যকুমার যাদবকে হারিয়ে। আসরজুরে আলো ছড়ানো ফর্মের তুঙ্গে থাকা এ ব্যাটার ১০ বলে ১৪ রান করে আদিল রশিদের ডেলিভারিতে আউট হন।

এর কিছু পরই অনন্য এক মাইলফলক স্পর্শ করেন কোহলি। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ইনিংসের পঞ্চদশ ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনের বলে চার হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার।

আজ মাঠে নামার আগে কোহলি ১১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১০৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯৫৮ রান সংগ্রহ করেছিলেন। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন তিনি।

চলতি টি-২০ বিশ্বকাপে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি পূরণ করে সাজঘরে ফেরেন কোহলি। এরপরের সময়টা ছিল শুধুই হার্দিক পান্ডিয়ার। উইকেটের চারদিকে বাহারি সব শটে মাত্র ২৮ বলে ফিফটি পূরণ করেন তিনি।

ইনিংসের শেষ বলে হিট উইকেট হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রান করেন পান্ডিয়া। তার ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কার মার। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান তিনটি এবং আদিল রশিদ ও ক্রিস ওকস একটি করে উইকেট শিকার করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়