স্পোর্টস ডেস্ক
আমিরাতের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে না ছুঁবার নির্দেশ
ছবি- সংগৃহীত
বিশ্বকাপের বাকি আর অল্প কিছুদিন। এরপরেই পর্দা উঠবে বিশ্বের সবথেকে জমজমাট খেলোয়াড়ি এ আসরের। তবে বিশ্বকাপের আগেই নিজেদেরকে একবার ঝালাই করে নেয়ার সুযোগ পেয়েছেন লিওনেল মেসিরা। আজ (১৬ নভেম্বর) আমিরাতের বিপক্ষে একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও প্রতিপক্ষের কোচ তার শিষ্যদের বলে দিয়েছেন মেসিকে যেন অপ্রীতিকর কোন ট্যাকল না করেন। তাকে দেখাই তাদের জন্য সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন আমিরাতের প্রধান কোচ।
আবুধাবিতে মঙ্গলবার ভোরেই দলের সঙ্গে যোগ দিয়েছেন শেষ তিনজন– এমি মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ। এর আগে ধাপে ধাপে ২৩ ফুটবলার এসেছিলেন। বাকি তিন জন যোগ হওয়ায় পুরো আর্জেন্টিনা এখন একসঙ্গে।
আজ আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে আরব আমিরাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি খেলে বাকি শুধু কাতারে পা রাখা।
সোমবার সকালে যোগ দিয়েছিলেন মেসি। ওইদিনই অনুশীলনে আসেন মেসি। দর্শকভর্তি গ্যালারির সামনে হালকা অনুশীলন করেছেন। মজাও করেছেন বেশ। এক ড্রিবলিংয়ে তাকে ফেলে দেন সতীর্থ রদ্রিগো ডি পল। ব্যথা না পেলেও অভিনয় করেছিলেন মেসি। তা দেখে দ্বন্দ্বে পড়তেই হয় মেসির আর ইনজুরি হলো নাতো!
পরক্ষণেই পলের সঙ্গে মেসির হাস্যরস শঙ্কা উড়িয়ে দেয়। অনুশীলনের এক পর্যায়ে স্টেডিয়াম ভর্তি দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। সন্ধ্যায় মেসিদের এই অনুশীলনের সময় আবুধাবিতে পৌঁছেছিলেন পাওলো দিবালা, নিকোলাস গনজালেজ, হোয়াকিন কোরেয়া।
আবার মেসিদের রাতের খাবারের সময় তাদের সঙ্গে যোগ দেন নিকোলাস ওতামেন্দি, এনজো ফার্নান্দেজ, পাপু গোমেজ, হুয়েভো আকুনা ও গনজালো মন্তিয়েল। পুরো দল নিয়ে বিশ্বকাপের আগে শেষবারের মতো আজ একটা পরীক্ষা করে নেবেন স্কালোনি। ম্যাচ সামনে রেখে কাল শেষ অনুশীলন সেশনটা রুদ্ধদ্বার করেছে আর্জেন্টিনা।
আজ বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিটে আল নাহিয়ান স্টেডিয়ামে হবে ম্যাচ।
প্রস্তুতি ম্যাচে অবশ্যই আর্জেন্টিনার মূল উদ্দেশ্য থাকবে কোনো ফুটবলার যেন ইনজুরিতে না পড়ে। সোমবার কিছুটা ইনজুরি থাকায় নিকোলাস তালিয়াফিগো একাই অনুশীলন করেছিলেন।
মঙ্গলবার দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করেছিলেন। ইনজুরির এই বিপত্তি কাটিয়ে নিজেদের ছক দেখে নেওয়ার শেষ সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান স্কালোনি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা