নিজস্ব প্রতিবেদক
ফুটবলের বিশ্বমঞ্চে দেশের দুরবস্থার কথা জানালেন ইরানি অধিনায়ক
ইরান ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি
শুরু হয়ে গেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের এই বিশ্বমঞ্চে সব দেশ স্বপ্ন নিয়ে এসেছে বিশ্বকাপ জয়ের। এর মধ্যে আছে ইরানও। বিশ্বকাপের এই আন্তর্জাতিক মঞ্চের রঙ ঝকমকে আয়োজনের মাঝে নিজ মাতৃভূমি ইরানের দুরবস্থার কথাই তোলে ধরেছেন ইরান ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের দেশের অবস্থা ভালো নয়।’
আজ (২১ নভেম্বর) গ্রুপ বি’র প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এহসানের নেতৃত্বাধীন ইরান। বাংলাদেশ সময় সন্ধ্যায় সাতটায় শুরু হবে ম্যাচটি। এর আগে সংবাদ সম্মেলন করেন ইরানের ৩২ বছর বয়সী অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় ও অধিনায়ক এহসান হজসাফি।
এখানেই এহসান হাজসাফি রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন। তিনি সাংবাদিকদের জানান, তার দলের হয়ে এমন একটি দেশে পরিবর্তন আনার জন্য একটি শক্তি হিসেবে কাজ করতে পেরে তিনি খুশি, যেখানে তেহরানের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
‘মানতেই হবে, আমাদের দেশের অবস্থা ভালো নয় এবং আমাদের জনগণ খুশি নয়। আমরা এখানে আছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের কণ্ঠস্বর নই।’
ইরানের অধিনায়ক বলেন, ‘আমাদের যা কিছু আছে তা তাদের ( ইরানের জনগণের) কাছ থেকে পাওয়া। আমাদের অবশ্যই লড়াই করতে হবে। ইরানের সাহসী জনগণকে উপস্থাপন করতে আমাদের কিছু গোল করতে হবে। আমি আশা করি জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির পরিবর্তন হবে।’
ইরানে মাআশা আমিনির মৃত্যুকে ঘিরে বিক্ষোভ এখনো চলমান
ইরানে নীতি পুলিশের কাস্টাডিতে ২২ বছর বয়সী তরুণি মাআশা আমিনির মৃত্যুর জেরে গত সেপ্টেম্বর থেকে নজিরবিহীন হিজাববিরোধী প্রতিবাদ চলছে। আন্দোলন ইরানের রাজধানী তেহরানসহ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আন্দোলন দমন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। তবে এতে হিজাববিরোধী আন্দোলন বন্ধ হয়ে যায়নি।
বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থার মতে, গত সেপ্টেম্বর থেকে ইরানে হিজাববিরোধী আন্দোলন দমন করতে পুলিশের হামলায় চার শতাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। ১৬ হাজার ৮০০-এর বেশি আন্দোলনকারী আটক হয়েছেন। গোটা বিষয়টি নিয়ে ঘরে-বাইরে রাজনৈতিক চাপে আছে তেহরান কর্তৃপক্ষ।
বিশ্বকাপে ইরানকে প্রতিনিধিত্ব করছে ২৬ জনের ফুটবল দল। তবে গ্রেটেস্ট শো অন আর্থ- নামক এই আয়োজনে ইরানের আন্দোলনকারীদের হয়ে কথা বলে রাজনৈতিক উত্তাপ ছড়ালেন হাজসাফি।
হাজসাফি এ প্রসঙ্গে বলেন, ‘অন্য সবকিছুর আগে, আমি ইরানে শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাতে চাই। তাদের জানা উচিত যে আমরা তাদের সঙ্গে আছি, আমরা তাদের সমর্থন করি এবং আমরা তাদের প্রতি সহানুভূতিশীল।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা