স্পোর্টস ডেস্ক
নতুন দল নিয়েই ৭ গোল দিল স্পেন
ছবি- CTV
বিশ্বকাপ ফুটবলের এই আসরে অভিজ্ঞ দলগুলোর চেয়ে অনভিজ্ঞ দলগুলোই যেন তাদের নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছে একের পর এক। আর্জেন্টিনাকে হারিয়ে সৌদির চমকের পর জাপানের কাছে জার্মানির হার। এসব চিত্রের ভীড়ে এক স্পেনই শুধু আলাদা। তারা কোস্টারিকার জালে সাত গোলে দিয়ে পুরোনো মরিচের ঝাঁজটা যে এখনো ফুরিয়ে যায়নি বুঝিয়ে দিয়েছে।
প্রথমার্ধেই ৩ গোলের লিড নিয়ে পেদ্রি-তোরেসরা দ্বিতীয়ার্ধে কোস্টারিকার জালে দেয় আরও ৪ গোল। আর তাতেই লস টিকোদের গোলবন্যায় ভাসিয়ে উড়ন্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলো স্প্যানিশদের। বিশ্বকাপে এটিই স্পেনের সবচেয়ে বড় জয়।
এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে ডেনমার্ককে ৫-১ গোলে হারিয়েছিল তারা। আর ১৯৯৮ সালে বুলগেরিয়াকে ৬-১ গোলে। কোস্টারিকাকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল লা ফুরিয়া রোহা।
২০১০ সালে অভিজ্ঞ বার্সেলোনার তারকাদের নিয়ে বিশ্বকাপে বাজিমাত করেছিল স্পেন। পরের দুই আসরে হতাশা ছাড়া আর কিছুই আনতে পারেনি তারা। তাই কাতার বিশ্বকাপের আগে তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের নিয়ে বাজি ধরে দল সাজান কোচ লুইস এনরিকে। আর প্রথম ম্যাচেই বাজিমাত হল তার ফর্মুলায়।
প্রতিপক্ষ হিসেবে কোস্টারিকাকে দুর্বল যদি বলা হয় তাহলে সেটি হবে ভুল। ম্যাচের একটি মুহূর্তেও নিজেদের শক্তিশালী প্রমাণ করতে পারেনি তারা। ম্যাচের শুরু থেকেই স্প্যানিশদের আক্রমণে রীতিমতো ছিল তারা দিশেহারা।
কোস্টারিকার জালে প্রথম আঘাত হানেন দানি ওলমো। শুরু থেকেই কোস্টারিকার উপর আক্রমণের চাপ বাড়িয়ে তোলার ফল হিসেবে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় স্পেন।
ডি বক্সের বাইরে থেকে বাড়িয়ে দেয়া বল পেয়ে গোলমুখে শট হাঁকান ওলমো। সেই শট কোস্টারিকার গোলরক্ষক কাইলর নাভাসকে এড়িয়ে খুঁজে নেয় জালের ঠিকানা।
আর এই গোলের মাধ্যমে দলীয় শততম গোল পূর্ণ হয় স্পেনের।
এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বেড়ে যায় স্পেনের। আর তাতে করে ১০ মিনিটের মাথায় ব্যবধান হয় দ্বিগুণ। এবারে দল এগিয়ে যায় মার্কো আসেনসিওর কল্যাণে।
বাঁ দিক থেকে গোলমুখে নেয়া মার্কোর শট কোনভাবেই ঠেকানো সম্ভব হয়নি অভিজ্ঞ নাভাসের পক্ষে। যার ফলে লিড বেড়ে যার ২১তম মিনিটে।
স্পেনের খেলা দেখে একটা সময় মনেই হচ্ছিল একটি নির্দিষ্ট চক্র মেনে তারা গোল করে যাচ্ছেন। কেননা তৃতীয় গোলের দেখা মেলে তাদের দ্বিতীয় গোল করার ১০ মিনিটের মাথায়।
ম্যাচের ২৯ তম মিনিটে নিজেদের ডি বক্সের ভেতর স্প্যানিশ ডিফেন্ডার জোর্দি আলবাকে ফাউল করে বসেন কোস্টারিকার ডিফেন্ডার ওস্কার ডুয়ার্তে। আর তাতে করে পেনাল্টির বাঁশি বাজাতে বিন্দুমাত্র দ্বিধা করেননি রেফারি।
৩১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ৩-০তে নিয়ে যান ফেরান তোরেস।
এরপর প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণ চালালেও গোল বের করে আনা সম্ভব হয়নি স্প্যানিশদের। ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যেতে হয় তাদের।
দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে প্রতিপক্ষের ওপর চড়াও হয় স্প্যানিশরা। ৫৪ তম মিনিটে প্রতিপক্ষের জালে ফের আঘাত হানেন তোরেস। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ১৫তম গোলের মাধ্যমে স্কোরবোর্ড করেন ৪-০।
৫৫ থেকে ৭৩। এই ১৮ মিনিট থেমে ছিল স্পেনের গোল উৎসব। ৭৪ মিনিটের মাথায় তারা ফের শুরু করে তাণ্ডব।
ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে ব্যবধান ৫-০ করেন গাভি। ৯০তম মিনিটে স্কোরলাইন ৬-০ হয় মিডফিল্ডার কার্লোস সোলারের সুবাদে। আর যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে নিজেদের রেকর্ড ব্যবধানে জয় নিশ্চিত করেন আলভারো মোরাতা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা