স্পোর্টস ডেস্ক
স্পেনের বিপক্ষে ড্র করে টিকে রইল জার্মানি
ছবি- দ্য নিউইয়র্ক টাইমস
চলমান কাতার বিশ্বকাপে এপর্যন্ত কোনো কেলমাই দেখাতে পারেনি ২০১৪ আসরের প্রতাপশালী জার্মানি। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের সাথে হারের মুখ দেখে দলটি। এরপর আজ (২৮ নভেম্বর) স্পেনের বিপক্ষে হারতে হারতে ড্র করে আসরে টিকে রইলো জার্মানি।
সোমবার (২৮ নভেম্বর) রাতে দোহার আল বাইত স্টেডিয়ামে স্পেন-জার্মানির গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
আলভারো মোরাতার গোলে এগিয়ে যাওয়ার পর জার্মানিকে স্বস্তির সমতায় ফেরান নিকোলাস ফুয়েলক্রুগ।
প্রথমার্ধে দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটা হয়েছে সমানে সমান। আক্রমণ-প্রতি আক্রমণে দ্যুতি ছড়িয়েছে দুদলই, কিন্তু জালের দেখা পায়নি কেউই। স্পেনের জালে অবশ্য একবার বল জড়িয়েছিল জার্মানি। তবে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি সেটিকে পরে অফসাইড ঘোষণা করলে বাতিল হয় সে গোল।
কোস্টা রিকাকে গোল বন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা স্পেন আজও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। গোলও হতে পারত প্রথমেই। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে দানি ওলমোর বুলেট গতির শট গোলরক্ষক মানুয়েল নয়ারের হাতে লেগে ক্রসবারে বাধা পায়।
৩৪তম মিনিটে ওলমোর পাস থেকে বক্সে দারুণ পজিশনে বল পেয়েছিলেন ফেররান তরেস। কিন্তু শট লক্ষ্যে না রেখে উড়িয়ে মেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। যদিও লাইন্সম্যান পরে অফসাইডের পতাকাও তুলেছিলেন। পাঁচ মিনিট পর আন্টোনিও রুডিগার হেডে বল জালে পাঠালে উল্লাসে মাতে জার্মানি, তবে ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে থেমে যায় তাদের উদযাপন।
গোলশূন্য প্রথমার্ধের পর প্রথম গোল আসে ম্যাচের ৬২তম মিনিটে। বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার পাস খুঁজে নেয় মোরাতাকে। ডান পায়ে ফ্লিকে বল জালে পাঠান আলভারো মোরাতা। আগের ম্যাচেও বদলি নেমে তিনি গোল করেছিলেন।
বিশ্বকাপে টিকে থাকতে মরিয়া জার্মানি ম্যাচে ফেরে ম্যাচের ৮৩তম মিনিটে। টমাস মুলারের বদলি হিসেবে মাঠে নামা নিকোলাস ফুয়েলক্রুগ স্বস্তি ফেরান জার্মান শিবিরে। লিরয় সানের পাস থেকে জামাল মুসিয়ালার পা ঘুরে বল আসে ফুয়েলক্রুগের কাছে। দুর্দান্ত এক শটে জার্মানির জার্সিতে দ্বিতীয় গোলটি পেয়ে যান ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
এই ড্রতে জমে উঠল ‘ই’ গ্রুপের হিসাবনিকাশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে স্পেনই শীর্ষে। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই ও তিনে জাপান ও কোস্টা রিকা।
এই ম্যাচ থেকে প্রথম পয়েন্ট পাওয়া জার্মানি তলানিতে থাকলেও সুযোগ আছে দ্বিতীয় রাউন্ডে ওঠার। গ্রুপের শেষ ম্যাচে জার্মানি কোস্টা রিকাকে ও স্পেন জাপানকে হারালে শেষ ষোলোতে যাবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নই।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা