Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ২৮ নভেম্বর ২০২২

লিওনেল মেসিকে মেক্সিকোর বক্সারের হুমকি

ফাইল ছবি

ফাইল ছবি

মেক্সিকান এক বক্সার সম্প্রতি বলেছেন, ‘ঈশ্বরের কাছে প্রাথর্না করি লিওনেল মেসি যেন আমার সামনে না পড়ে’। মেসিকে নিয়ে এই আক্রমণাত্বক কথাগুলো মেক্সিকান বক্সার সাউল আলভারেস তার ব্যক্তিগত টুইটে লিখেছেন। কারণ, লিওনেল মেসি সেদিনের ম্যাচের পরে মেক্সিকোর পতাকাকে অসম্মান করেছেন বলে অভিযোগ তার।

মেক্সিকান এই বক্সারের মতে, ড্রেসিংরুমে মেক্সিকোর জার্সি ও পতাকায় পা লাগিয়েছেন মেসি। এজন্য মেসিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিলেন আলভারেস।

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর গত রোববার মেক্সিকোর বিপক্ষে জয় তুলে নিয়ে কাতার বিশ্বকাপে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ড্রেসিংরুমে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করেছে আজেন্টিনার খেলোয়াড়রা। মেসি-ডি মারিয়াদের আনন্দ-উল্লাসের ভিডিও আর্জেন্টিনার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়।

সেই ভিডিও দেখে ক্ষেপেছেন আলভারেস। মেসিকে উদ্দেশ্য করে টুইটে নিজের ক্ষোভ প্রকাশ করে আলভারেস বলেন, তোমারা কি দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে ভালোভাবে প্রার্থনা করুন মেসি, যেন আমার সামনে না পড়ে’।

তিনি আরো লেখেন, আমি যেমন আর্জেন্টিনাকে সম্মান করি, তারও মেক্সিকোকে সম্মান কর উচিত। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি।

আলভারেসের ঐ টুইটের তাকে এক হাত নিতে দেরি করেননি আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় সার্জিও আগুয়েরো।

আলভারেসের টুইটের পাল্টা জবাবে আগুয়েরো লিখেছেন, কোন ধরনের অজুহাত বা সমস্যার খুঁজবেন না আলভারেস। আমি নিশ্চিত ফুটবল বা ড্রেসিং রুমে কি হয় আপনি তা জানেন না। ঘামের কারণে ম্যাচের পর জার্সিগুলো সবসময় মেঝেতেই রাখা হয়। আপনি যদি লক্ষ্য করে থাকেন, দেখবেন সে বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লেগে যায়।

আইনিউজ/এইচএ

কাতার বিশ্বকাপে আজকের খেলা:
ক্যামেরুন বনাম সার্বিয়া- বিকাল ৪টা
সাউথ কোরিয়া বনাম ঘানা- সন্ধ্যা ৭টা
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড- রাত ১০টা
পর্তুগাল বনাম উরুগুয়ে- রাত ১টা (বাংলাদেশে মঙ্গলবার)

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়