হাসানাত কামাল
আপডেট: ২১:২৬, ২৮ নভেম্বর ২০২২
ছন্দময় নান্দনিক ব্রাজিল
কাতার বিশ্বকাপে গোল দিয়ে রীতিমত উড়ছেন ব্রাজিলের এই খেলোয়াড়।
ফুটবলে ব্রাজিলের ‘সাম্বা’ স্টাইল এক অনন্য রূপ। প্রথম ম্যাচের খেলা দেখে মনে হয়েছে এবারের ব্রাজিল দল চিরচেনা সেই ছন্দময়, গতিময়, নান্দনিক দল। সৃষ্টিশীল পাসিং, ছন্দময় ও নান্দনিক ফুটবলের জন্য অনন্য এই ব্রাজিল।
বিশ্বকাপ ইতিহাসে এখন অবধি ২২ আসরের ২২টিতেই খেলা একমাত্র দল ব্রাজিল। এর মধ্যে সর্বোচ্চ ৫ বার শিরোপার স্বাদ পেয়েছে। যে দলে খেলেছেন ফুটবলের রাজা পেলে, রোমারিও, রোনাল্ডো, রোনালদিনহোর মতো বিশ্বখ্যাত তারকারা।
রিচার্লিসনের সাইকেল ক্লিকে করা গোলটি এবারের বিশ্বকাপের সেরা গোল হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকে গোলটিকেও ‘সাম্বা’র ছন্দের সাথে মিলিয়ে নিচ্ছেন! বাইসাইকেল কিকে করা তার গোলটি ছিল সত্যিই অবিশ্বাস্য সুন্দর। মোহনীয়, দর্শনীয়তায় এতটাই সুন্দর ছিল যে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গোলটিকে যথাযথ মর্যাদা দিতেও কার্পণ্য করেনি। এরই মধ্যে রিচার্লিসনের দ্বিতীয় গোলটির জায়গা হয়েছে বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলের জাদুঘরে! আগের ২১ আসরের সবচেয়ে দর্শনীয় গোলগুলো রাখা হয়েছে জাদুঘরে। রিচার্লিসনের বাইসাইকেল গোলটির আশ্রয় হয়েছে সেখানেই।
বিশ্বকাপের ২২ আসরের সবকটি ম্যাচ খেলেছে ব্রাজিল
বিশ্বকাপ ইতিহাসে এখন অবধি ২২ আসরের ২২টিতেই খেলা একমাত্র দল ব্রাজিল। এর মধ্যে সর্বোচ্চ ৫ বার শিরোপার স্বাদ পেয়েছে। যে দলে খেলেছেন ফুটবলের রাজা পেলে, রোমারিও, রোনাল্ডো, রোনালদিনহোর মতো বিশ্বখ্যাত তারকারা।
ব্রাজিল ১৯১৪ সালে আন্তর্জাতিক খেলা শুরু করে। তাদের ফুটবল ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এপর্যন্ত ব্রাজিল ফিফা নিয়ন্ত্রিত ১৯টা আন্তর্জাতিক শিরোপা জিতেছে।
এবারের বিশ্বকাপে ব্রাজিল দলে খেলছেন তারুণ্যদীপ্ত খেলোয়াড়েরা। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন তাঁরা। ছন্দময়, নান্দনিক সেই ব্রাজিল। গতিময় ব্রাজিল। সত্যিই উপভোগ্য। অভূতপূর্ব।
ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ
এবার আসি আজকের ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে। সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় ব্রাজিলের। দুটিতে জয় সুইসদের। এছাড়া অমীমাংসিতভাবে ড্র হয় চারটি ম্যাচ।
সর্বপ্রথম ১৯৫০ সালের বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে এগিয়ে থাকার পরেও শেষ মুহূর্তে সুইসদের দেওয়া গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।
এরপর কেটে যায় প্রায় সাত যুগ। হিসেব করে বললে ৬৮ বছর পর আবারও সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। সোটাও সবশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্ব আসরের সবথেকে বড় মহরণ ফুটবল বিশ্বকাপ। আর শুরুর সেই আসর থেকে একমাত্র দল হিসেবে সব আসরেই খেলে আসছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। এবারের কাতার বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার রাত দশটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নেইমারহীন ব্রাজিল।
কাতার বিশ্বকাপে আজকের খেলা
- ক্যামেরুন বনাম সার্বিয়া- বিকাল ৪টা
- সাউথ কোরিয়া বনাম ঘানা- সন্ধ্যা ৭টা
- ব্রাজিল বনাম সুইজারল্যান্ড- রাত ১০টা
- পর্তুগাল বনাম উরুগুয়ে- রাত ১টা (বাংলাদেশে মঙ্গলবার)
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা