স্পোর্টস ডেস্ক, আই নিউজ
আপডেট: ২১:৫৪, ২৮ নভেম্বর ২০২২
রোমাঞ্চে ভরা ম্যাচে ঘানার কাছে দক্ষিণ কোরিয়ার পরাজয়
ব্রাজিল-আর্জেন্টিার মতো হয়তো বাংলাদেশ তাদের তেমন দর্শক নেই। তবে আজ যারা দক্ষিণ কোরিয়া বনাম ঘানার খেলা দেখেছেন কেউ চোখ ফেরাতে পারেননি।
ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল টানটান উত্তেজনা আর রোমাঞ্চে ভরা। খেলা শেষে এশিয়ার জন্য হতাশা আর আক্ষেপমাখা। মুহুর্মুহু আক্রমণ, পাল্টা আক্রমণ করেও হেরেছে দক্ষিণ কোরিয়া। খেলা দেখে হচ্ছিল দক্ষিণ কোরিয়া ঘানার জালে ডজন ডজন গোল পাঠাবে। শেষ পর্যন্ত সেটা হয়নি। দক্ষিণ কোরিয়া আফ্রিকার দেশ ঘানার কাছে হেরেছে ৩-২ গোলে।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিরে যাওয়া ঘানার জয় যখন হাতের নাগালে মনে হচ্ছিল। ঠিক তখনই দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের ভেতর দুই গোল শোধ করে ম্যাচে ফেরে কোরিয়া। ম্যাচে সমতা আসার মিনিট সাতেক পর দুর্দান্ত এক গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ঘানার কুদুস। শেষ পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৩-২ গোলের ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বস্তির জয় পায় ঘানা।
ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে সালিসুর গোলে লিড নেয় ঘানা। এরপর ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ কুদুস। বিরতির পর দ্বিতীয়ার্ধে ফিরে জোড়া গোলে কোরিয়াকে ম্যাচে ফেরান গুয়ে সাং চো। তবে এর মিনিট সাতেক পর ঘানাকে আবারও লিড এনে দেন মোহাম্মদ কুদুস। আর তাতেই শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা।
ম্যাচের শুরু থেকেই ঘানার ওপর চড়াও হোয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। একের পর একে আক্রমণে ঘানার রক্ষণকে ব্যস্ত রাখে দক্ষিণ কোরিয়া। তবে গোলের দেখা পায়নি তারা।উল্টো ম্যাচের ২৪ মিনিটে গোল খেয়ে বসে দক্ষিণ কোরিয়া। বাঁ দিকে পাওয়া ফ্রি কিক থেকে ডি বক্সে বল ভাসিয়ে দিলে সেখান জটলার মধ্যে পাওয়া বল জালে জড়িয়ে ঘানাকে এগিয়ে দেন মোহাম্মদ সালিসু।
এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় ঘানা। গোল আসে ম্যাচের ৩৪তম মিনিটেই। বাঁ দিক থেকে জর্ডান আয়েউের বাড়ানো বলে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান মোহাম্মদ কুদুস। এতেই ২-০ গোলে এগিয়ে যায় ঘানা। প্রথমার্ধের বাকি সময় ম্যচে ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করে কোরিয়া। তবে ঘানার রক্ষণে আটকে থাকে স্কোর লাইন। ২-০ গোলে এগিয়ে থেকে ঘানা বিরতিতে যায়।
এক ম্যাচ জয়ের শক্তি নিয়ে মাঠে নামবে ব্রাজিল
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। একের পর এক আক্রমণ করে ম্যাচের ৫৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় কোরিয়া। বাঁ দিক থেকে লি কাঙ্গিনের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান গুয়ে সাং চো। তিন মিনিট পর ম্যাচের ৬১ মিনিটে ম্যাচে সমতায় ফেরে কোরিয়া। ম্যাচে ফেরানোর গোলও আসে গুয়েসাং চোর কাছ থেকেই।
তবে কোরিয়াকে বেশি সময় আর ম্যাচে থাকতে দেয়নি ঘানা। সমতায় ফেরার সাত মিনিট পর ম্যাচের ৬৮তম মিনিটে এসে নিজের দ্বিতীয় গোল করে ঘানাকে আবারও এগিয়ে নেন মোহাম্মদ কুদুস।
আবারও পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে আরও লড়াই করতে চায় কোরিয়া। আক্রমণের ধারও বাড়িয়ে দেয় হিউং মিন সনরা। সুযোগও আসে কোরিয়ার সামনে। তবে ঘানার গোলরক্ষকের দৃঢ়তায় বল জালে জড়াতে পারেনি কোরিয়া। ম্যাচের ৮২ মিনিটে মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান কামালদীন সুলেমানা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয় ঘানা। ম্যাচের ৮৩ মিনিটে সুযোগ আসে দক্ষিণ কোরিয়ার সামনে। কিন্তু ডি বক্সের ভেতর থেকে গুয়ে সাং চোর নেওয়া শট চলে ক্রসবারের সামান্য ওপর দিয়ে।
শেষ দিকে একের পর এক আক্রমণ চালাও আর সমতায়সূচক গোল পায়নি দক্ষিণ কোরিয়া। এতেই ঘানা ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা