Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৩:২৪, ২৯ নভেম্বর ২০২২
আপডেট: ১৩:৩৪, ২৯ নভেম্বর ২০২২

বেশি শক্তিশালী আর্জেন্টিনা না পোল্যান্ড, কী বলছে অতীতের ইতিহাস?

১লা ডিসেম্বর (৩০ নভেম্বর দিবাগত) রাত ১টায় খেলবে আর্জেন্টিনা-পোল্যান্ড।

১লা ডিসেম্বর (৩০ নভেম্বর দিবাগত) রাত ১টায় খেলবে আর্জেন্টিনা-পোল্যান্ড।

২০১১ সালের পর আগামী ১লা ডিসেম্বর আবারও মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং পোল্যান্ড। কাতার বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছে পোল্যান্ড। এক ম্যাচ জয় এবং এক ড্রতে তাদের হাতে পয়েন্ট এখন ৪। গ্রুপ টেবিলে আর্জেন্টিনা ২ ম্যাচ খেলে দ্বিতীয়তে আর পোলিশরা আছেন প্রথম স্থানে।

কাতার বিশ্বকাপে এরইমধ্যে এক ম্যাচ হাতে রেখে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছে তারকাবহুল বেশকিছু দেশ। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, সিআরসেভেনের পর্তুগাল, নেইমারের দল ব্রাজিল; আলোচনায় থাকা এই তিনটি দলই নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। সৌদির সঙ্গে প্রথম ম্যাচ হারায় এখনো নক আউট পর্ব ঝুলে আছে আর্জেন্টিনার। সর্বশেষ খেলা ম্যাচে মেক্সিকোকে হারিয়ে ৩ পয়েন্ট পেলেও সৌদির সঙ্গের হার ঝুলিয়ে রেখেছে আর্জেন্টিনার ভাগ্য।

আগামী ১লা ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লাভেন্ডেস্কির পোলান্ডের বিপক্ষে খেলতে নামবে মেসি-ডি মারিয়া-পলরা। কোন জটিল সমীকরণ ছাড়াই শেষ ষোলো নিশ্চিত করতে হলে আর্জেন্টিনাকে এই ম্যাচ জিততে হবে। কিন্তু আর্জেন্টিনা পোলিশদের হারাতে পারবে কিনা তাই এখন দেখার বিষয়।

আর্জেন্টিনা-পোল্যান্ডের বিগত খেলার ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে এগারোবার। আর্জেন্টিনা পোলিশদের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলে ১৯৬৬ সালে। সেই ম্যাচে ১-১ গোলে খেলা ড্র হয়। কিন্তু এর ঠিক ২ বছর পরেই ১৯৬৮ সালে আরেক ফ্রেন্ডলি ম্যাচে পোলিশদের ১ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনা।

অবশ্য ১৯৭৪ সালে জার্মানিতে আয়োজিত ফিফা বিশ্বকাপে আবারও তৃতীয়বারের মতো মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং পোল্যান্ড। অবশ্য সেইবছর আর্জেন্টিনাকে ২ গোল দিয়ে আগের দুই হারের শোধ নিয়েছিলো পোল্যান্ড। এরপর ১৯৭৬ সালেও পোলিশদের বিপক্ষে ২-১ গোলে হারে ভামোস আর্জেন্টিনা।

এরপর ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপের আসর থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা ১৪ বছর আর্জেন্টিনার বিপক্ষে পরাজিত হয়েই থাকতে হয় পোল্যান্ডকে। এই সময় আর্জেন্টিনার বিপক্ষে কোনো জয় পায়নি পোলিশরা। শুধু  ৮৪ সালে নেহেরু কাপ টুর্নামেন্টে এক ম্যাচ ড্র করতে সক্ষম হয় তারা।

এরপর ২০১১ সালে আবারও আর্জেন্টিনার সাথে দেখা হয় পোল্যান্ডের। ততোদিনে বদলে গেছে আর্জেন্টিনা এবং পোল্যান্ড দুই দোলেই নতুন সব মুখ, তেবেজ, রোমারিও, লিওনেল মেসির মতো তারকা। পোল্যান্ড দলের হয়ে সেবছর খেলেন ইয়াকুব, থমাস, ডেমীয়েনের মতো খেলোয়াড়রা। ২০১১ সালে শেষ দেখায় আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাতে সক্ষম হয় দলটি।

এ পর্যন্ত পোল্যান্ড এবং আর্জেন্টিনার খেলা ১১ ম্যাচে আর্জেন্টিনা পোল্যান্ডের জালে গোল দিয়েছে ১৮টি। অন্যদিকে পোলিশরা এ পর্যন্ত আর্জেন্টিনাকে ১১টি গোল দিতে পেরেছে। তবে ১১ ম্যাচের মাঝে দুইটি মাত্র ম্যাচ ছিলো ফিফা বিশ্বকাপ আসরে। বাকি সবগুলো ম্যাচই মূলত আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ।

পোল্যান্ড সম্প্রতি মুটামুটি ফর্মে রয়েছে। সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে ৩টিতেই জিতেছে পোলিশরা। ১ ড্র এবং ২ হারের মুখ দেখেছে তারা। তাই আর্জেন্টিনার বিপক্ষে নেমে কতোটুকু কী করতে পারবে দলটি তা মাঠেই ভালো দেখা যাবে।

২০১১ সালের পর আগামী ১লা ডিসেম্বর আবারও মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং পোল্যান্ড। কাতার বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছে পোল্যান্ড। এক ম্যাচ জয় এবং এক ড্রতে তাদের হাতে পয়েন্ট এখন ৪। গ্রুপ টেবিলে আর্জেন্টিনা ২ ম্যাচ খেলে দ্বিতীয়তে আর পোলিশরা আছেন প্রথম স্থানে। সৌদির সঙ্গে হারায় আর্জেন্টিনার পয়েন্ট এখন শুধু ৩। শেষ ষোলোতে খেলতে হলে জয় পেতে হবে পোল্যান্ডের বিপক্ষে। ড্র করলেও ঝুঁকি থাকবে না কিন্তু করতে হবে জটিল হিসেব।

এই হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে ১লা ডিসেম্বর চাপমুক্ত হয়েই খেলবে পোল্যান্ড। তারা চাইবে টেনেটুনে ড্র করা অন্তত। ড্র করলেও পোল্যান্ড গ্রুপ শীর্ষে থাকবে। কিন্তু আর্জেন্টিনা পড়ে যাবে চাপে। অন্যদিকে এই দুই দলের খেলার ওপর অনেকখানি নির্ভর করছে সৌদি আরব-মেক্সিকোর শেষ ষোলতে খেলার ভাগ্য।

আন্তর্জাতিক অঙ্গণে প্রায় এগারোবার মুখোমুখি হয়ে পোলিশদের বিপক্ষে আর্জেন্টিনা ছয়বার জিতলেও পোল্যান্ডের বর্তমান দলের সামনে অতীতের জয়ের অনুপ্রেরণা কতোখানি কাজে লাগবে মেসিদের তাই এখন দেখার বিষয়।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়