Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ৩০ নভেম্বর ২০২২

মেসি-লেভেন্ডেস্কিকে সামলাতে খেলায় পুলিশ রেফারি

আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের খেলায় রেফারি থাকবেন একজন ডাচ পুলিশ ইন্সপেক্টর।

আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের খেলায় রেফারি থাকবেন একজন ডাচ পুলিশ ইন্সপেক্টর।

আজ দিবাগত রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে নিজেদের নক আউট পর্বে খেলা নিশ্চিত করতে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ টেবিলের শীর্ষে আছে পোলিশরা, আর দ্বিতীয়তে আর্জেন্টিনা। আজকের খেলা তাই খেলায় থাকবে টানটান উত্তেজনা। আর উত্তেজনায় আজ মাঠে মেসি-লেভেন্ডেস্কিদের সামলাতে মাঠে থাকবেন পুলিশ রেফারি! শুনতে অবাক হলেও আজকের ম্যাচে ঘটবে এমনই ঘটনা।

শুনতে বেশ অবাক লাগলেও এটাই সত্যি যে, আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে রেফারির ভূমিকায় থাকবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে।

কাতারের স্টেডিয়াম ৯৭৪- এ আজ দিবাগত রাত ১টায় দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে মাঠে নামবে পোল্যান্ড-আর্জেন্টিনা। এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন ড্যানি মেকেলিয়ে। এছাড়াও তার সহকারী হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।

আসলে বিষয় হলো, পুলিশের চাকরি করা ড্যানি মেকেলিয়ের ১০ বছর বয়স থেকেই ফুটবলের রেফারি হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু জীবিকার তাগিদে তিনি বর্তমানে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশের পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন। পুলিশের চাকরি করলেও ড্যানি নিজের স্বপ্নের কথা ভুলে যাননি। তাই চাকরির পাশাপাশি তিনি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন।

ড্যানি মেকেলিয়ের রেফারিতে হাতেখড়ি মাত্র ১৬ বছর বয়সে। এরপর নিজে দেশের ঘরোয়া লিগে ২০০৯ সালে ২৬ বছর বয়সে ডাচ লিগে মেকেলিয়ের রেফারি হিসেবে অভিষেক হয়। ২০১১ সালে তার অভিষেক হয় উয়েফা প্রতিযোগিতায়। ফিফার প্রতিযোগিতায় তার আনুষ্ঠানিকভাবে অভিষেক হয় ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে।

এছাড়াও ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) দায়িত্ব পালন করেন মেকেলিয়ে। ২০১৯-২০ সালের ইউরো লিগ ফাইনাল ও ২০২০ সালের ইংল্যান্ড-ইতালির ইউরো ফাইনালের রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

রেফারি হিসেবে বেশ সফল মেকেলিয়ে। মাঠে নির্ভুল সিদ্ধান্তের জন্য তার ডাকনাম আছে। ক্যারিয়ারে তিনি ৫৮৯টি ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে হলুদ কার্ড দিয়েছেন ১৮৫৪টি ও লাল কার্ড দিয়েছেন ৭৫টি।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়