আই নিউজ ডেস্ক
আপডেট: ২৩:৫৭, ২ ডিসেম্বর ২০২২
বাংলাদেশের সমর্থকদের প্রতি আর্জেন্টিনার কৃতজ্ঞতা
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Argentina-Coach-Scaloni-Eye-News-2212022356.jpg)
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টিনা। ফুটবল এবং আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের এমন উন্মাদনায় আর্জেন্টাইন কোচ উচ্ছ্বসিত স্কালোনি।
স্কালোনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বছরের পর বছর ধরে সারা বিশ্বে এই উন্মাদনা ছড়িয়ে দিয়েছে, কারণ আমাদের দিয়েগো (ম্যারাডোনা) ছিল, এখন আমাদের লিও (মেসি) আছে। এটা আমাদের জন্য দারুণ আনন্দের যে বাংলাদেশে এবং আরও অনেক জায়গার মানুষ আমাদের সমর্থন করছে। ধন্যবাদ বাংলাদেশের সমর্থকদের।
ফুটবল নিয়ে বাংলাদেশের সমর্থকদের উন্মদনা গোটা বিশ্বজুড়েই সমাদৃত। বিশ্বকাপ শুরু হতেই আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেনসহ নানান দেশের রঙ বেরঙের পতাকা শোভা পায় গোটা দেশজুড়ে। তবে এতদিন যোগাযোগের অভাবে বিশ্বজুড়ে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ নিয়ে এমন উন্মাদনা বিশ্বের মানুষের সামনে সেভাবে উঠতে আসেনি। তবে এবার সময় পাল্টেছে, তথ্য প্রযুক্তির অভাবনীয় বিকাশে বাংলাদেশ পৌঁছে গেছে সুদূর কাতারে আর্জেন্টিনা দলের কাছে।
আর্জেন্টিনার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে করা মেসির গোলের পর বাংলাদেশের আর্জেন্টিনারে ভক্তদের সেই গোল উদযাপনের ভিডিও নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের। এরপর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করে সামাজিক মাধ্যমে। আর বাংলাদেশে মেসিদের এমন সমর্থনের খবর পৌঁছে গেছে দলের খেলোয়াড় এবং কর্মাকর্তাদের কাছেও। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
এবারের বিশ্বকাপে অন্যরকম সমর্থন পাচ্ছেন লিওনেল মেসিরা। যা ছুঁয়ে গেছে আলবেসিলেস্তে কোচ লিওনেল স্কালোনিকেও।
`দু্র্বল` ব্রাজিলকে হারাতে মুখিয়ে আছে ক্যামেরুন
এমন সমর্থন পেয়ে স্কালোনির মনে হচ্ছে কাতারে নয় তারা খেলছেন আর্জেন্টিনাতে। দারুণ উচ্ছ্বসিত স্কালোনি বললেন, ‘আর্জেন্টাইন সমর্থকরা সবসময় নিজেদেরকে পরিচিত করে তোলে, যা ঐতিহাসিকভাবে ঘটে আসছে। আমরা চির কৃতজ্ঞ কারণ পরিবেশ খুব সুন্দর। আশা করি আগামীকালও তেমন পরিস্থিতি থাকবে যেমনটা পোল্যান্ড ম্যাচের বিপক্ষে ছিল। কারণ এটি আর্জেন্টিনায় খেলার মতো মনে হয়ে ছিল।’
আর সেখান থেকেই স্কালোনির মুখে উঠে আসে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষের এমন সমর্থনে উচ্ছ্বসিত স্কালোনি। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বছরের পর বছর ধরে সারা বিশ্বে এই উন্মাদনা ছড়িয়ে দিয়েছে, কারণ আমাদের দিয়েগো (ম্যারাডোনা) ছিল, এখন আমাদের লিও (মেসি) আছে। এটা আমাদের জন্য দারুণ আনন্দের যে বাংলাদেশে এবং আরও অনেক জায়গার মানুষ আমাদের সমর্থন করছে। ধন্যবাদ বাংলাদেশের সমর্থকদের।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা