Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ৩ ডিসেম্বর ২০২২

৯২ পর কোনো আফ্রিকান দলের কাছে হারল ব্রাজিল

ক্যামেরুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে লজ্জা নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল

ক্যামেরুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে লজ্জা নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল

আজ রাতে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো হট ফেভারিট ব্রাজিল এবং আফ্রিকার দেশ ক্যামেরুন। ব্রাজিলকে হারানোর জন্য মুখিয়ে থেকেই এ ম্যাচটি শুরু করেছিল ক্যামেরুন। হট ফেভারিটদের হারিয়ে জয়টা তোলে নিলো ক্যামেরুন। এতে করে ছেদ পড়লো ৯২ বছরের ইতিহাসে।

৯২ বছরের বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোন আফ্রিকান দলের জয় এটি। এই জয় শুধু ক্যামেরুনের নয়। এই জয় গোটা আফ্রিকার অঞ্চলেরই। তাই এই জয়ে আফ্রিকার এই দেশটিকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।

ক্যামেরুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে লজ্জা নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে যাচ্ছে তারা। অন্যদিকে জিতেও হতাশ হতে হচ্ছে ক্যামেরুনকে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতী দল হয়ে বিশ্বকাপ শেষ করতে হচ্ছে তাদের।

খেলার নির্ধারিত সময় পেরিয়ে গেছে। অতিরিক্ত আরও ৯ মিনিট যোগ হয়েছে। দ্বিতীয় মিনিটেই গোল করলেন ক্যামেরুন অধিনায়ক ভিনসেন্ট আবুবকর। বাম দিক থেকে নম এমবেকির তেও একটি ক্রস থেকে হেড করে ব্রাজিলের জালে বলটি জড়ান তিনি। তাতেই বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে ক্যামেরুন।

উচ্ছাসের মাত্রায় সব ভুলে গিয়ে জার্সি  খুলে ফেলেন তিনি। ফলে হলুদ কার্ড দেখেন। আগেও একটা কার্ড ছিল তার নামের পাশে। তাই লাল কার্ড নিয়ে চলে যেতে হয় মাঠের বাইরে।

তাতে শেষ ৭ মিনিট ১০ জনের ক্যামেরুন ছিল মাঠে। তবে ব্রাজিল আর গোল পরিশোধ করতে পারেনি। হার নিয়েই ছাড়তে হয় মাঠ।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়