আই নিউজ ডেস্ক
আপডেট: ১৫:১৫, ৫ ডিসেম্বর ২০২২
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত নেইমার
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত নেইমার
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত নেইমার। আজ সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ১টায় দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া।
শঙ্কা ছিল এই ম্যাচে দলের প্রাণ ভ্রমরা নেইমার খেলতে পারবেন কিনা। এই অবস্থায় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে জানালেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত নেইমার। এদিকে রোববার (৪ ডিসেম্বর) দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন নেইমার।
প্রথম রাউন্ডে সার্বিয়ার সঙ্গে ম্যাচে ডিফেন্ডাররা নেইমারকে ১২ বার ফাউল করেছিলেন। যেখানে ব্রাজিলের বিরুদ্ধে মোট ফাউলের সংখ্যাই ছিল ১৫। এরপরই ইনজুরিতে পড়েন নেইমার। তবে আশার কথা দুই ম্যাচ সাইডলাইনে থেকে চিকিৎসা নিয়ে নেইমার এখন শেষ ষোলোর লড়াইয়ে নামার অপেক্ষায়।
আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সে কোচ তিতে যথারীতি সবার আগে এসে মাঠ পর্যবেক্ষণ করে গেছেন। অন্যরা মাঠে নামলেও নেইমার তখনও নামেননি। তখনই আবার চারদিকে কানাঘুষা শুরু হয়ে যায়! নেইমার কি তাহলে অনুশীলনে থাকছেন না! কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে নেইমার ঠিকই দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝরালেন। একটু দেরিতে হলে অনুশীলনে সাবলীল মনে হয়েছে ৩০ বছর বয়সী তারকাকে। সতীর্থদের সঙ্গে বল নিয়ে দৌড়-ঝাঁপ করলেন। লক্ষ্যভেদ করারও দিকে মনোযোগ ছিল তার।
যতটুকু বোঝা গেছে তাতে করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামতে কোনও দ্বিধা নেই। সুস্থ হয়েই অনুশীলনে মনোযোগ দিয়েছেন। তবে কোচ তিতে ঠিক করবেন নেইমার শুরু থেকে খেলবেন নাকি বদলি হয়ে।
খেলার আগে সংবাদ সম্মেলনে কোচ তিতে তো ইঙ্গিত দিয়ে রেখেছেন, নেইমার দলের সঙ্গে অনুশীলন করছে। সুস্থ বোধ করলে ম্যাচে তাকে দেখা যেতে পারে। সবকিছু ঠিক থাকলে ম্যাচে খেলবেও। এই কদিন সে বিশেষ অনুশীলনের মধ্যে ছিল।
নেইমার দলে থাকা মানেই বাড়তি আত্মবিশ্বাস। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ নেইমারকে ছাড়া হলুদ জার্সিধারীদের মধ্যে মলিনতার ছোঁয়া ছিল। যদিও এর একটি ম্যাচে ব্রাজিল জিতেছিল। অন্যটিতে তো রিজার্ভ বেঞ্চের সামর্থ্য দেখতে গিয়ে ক্যামেরুনের কাছে হেরেই বসে তিতের দল।
২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে চোট পেয়েছিলেন নেইমার। তারপরও দুটি বিশ্বকাপ মিলিয়ে ৬টি গোল এই ফরোয়ার্ডের। এবার কাতার বিশ্বকাপে নকআউট পর্বে ঠিকঠাক খেলার সুযোগ পেলে হয়তো গোলের ধারাবাহিকতা দেখতে পাওয়া অসম্ভব কিছু নয়। সমর্থকরা সেই আশাতেই আছেন। ড্রিবলিং করে বক্সে ঢুকে লক্ষ্যে শট নিক কিংবা সতীর্থকে ফাইনাল পাসটা ঠিকঠাক দিয়ে গোল আসুক। তাতে হলুদ জার্সিধারীদের জয়ের উচ্ছ্বাসই যে দেখা যাবে।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা