আই নিউজ ডেস্ক
আপডেট: ১০:০৭, ৬ ডিসেম্বর ২০২২
মাঠে ‘ফুটবল ত্রাস’ সৃষ্টি করে কোরিয়াকে হারাল ব্রাজিল
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Brazil-World-Cup-2022-Eye-2212060959.jpg)
নক আ্উট পর্বে যেন রুদ্রমূর্তি ধারণ করে ব্রাজিল। মাঠে ‘ফুটবল ত্রাস’ সৃষ্টি করে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল সেলেসাওরা।
এই ব্রাজিল ফুটবলের রাজা পেলের ব্রাজিল। রোমারিও, রোনাল্ডো, রোনারদিনহো, কাফু, মরিনহোর ব্রাজিল। ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন ‘কোয়ালিটি ও কোয়ানটিটি’ প্রদর্শন করল ব্রাজিল’।
ফিট হয়ে কোরিয়ার বিপক্ষে দলে ফেরেন নেইমার জুনিয়র। আর ব্রাজিলও ফিরল তাদের চিরচেনা রূপে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন আর পাকুয়েতার গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেকাওরা।
দক্ষিণ কোরিয়াকে যেন ম্যাচে দাঁড়াতেই দেয়নি ব্রাজিল! ছন্দময় ফুটবল ও অতর্কিত আক্রমণে ১৩ মিনিটে দুই ও ৩৬ মিনিটের মধ্যে চার গোল করে বসা ব্রাজিলিয়ানদের জন্য দ্বিতীয়ার্ধ ছিল নেহাতই নিয়ম রক্ষার অর্ধ। এই বিশ্বকাপের সবচেয়ে একপেশে নকআউট শেষে ব্রাজিল মাঠ ছেড়েছে ৪-১ গোলের জয় নিয়ে।
ব্রাজিলের বিপক্ষে পূর্বে কোনো ম্যাচে ড্রও করেনি কোরিয়া। দুই দলের সর্বশেষ দুই লড়াই ব্রাজিল জিতেছে ৫-১ ও ৩-০ গোলে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে আন্ডারডগ কোরিয়ার ইতিবাচক কিছু করার সম্ভাবনা ছিল এমনিতেই ক্ষীণ। ব্রাজিলের মূল একাদশে নেইমারের অন্তর্ভুক্তি সেই সম্ভাবনা আরও কমিয়ে দিয়েছিল।
নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস, রিচার্লিসনের আক্রমণভাগ প্রথম মিনিট থেকেই কোরিয়ার রক্ষণে ত্রাস সৃষ্টি করতে শুরু করে। সপ্তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় ব্রাজিল রাইট উইং দিয়ে উপরে উঠে বক্সে লো ক্রস পাঠান রাফিনহা। বক্সের বাঁ পাশে বলটি রিসিভ করে গোলরক্ষক ও ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র।
পাঁচ মিনিটের মধ্যে বক্সে রিচার্লিসনকে ফাউল করে পেনাল্টি খোয়ায় কোরিয়া। ঠাণ্ডা মাথায় পেনাল্টি জালে জড়িয়ে বিশ্বকাপের প্রথম গোল করেন দলে ফেরা নেইমার। ব্রাজিলের হয়ে তার সর্বশেষ সাতটি গোলই এসেছে পেনাল্টি থেকে।
১৪ মিনিটের মধ্যেই যেন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। কিন্তু ক্ষুধার্ত ব্রাজিল তাদের আক্রমণ থামায় না। ২৭ মিনিটে দুর্দান্ত এক টিমপ্লে থেকে গোল করেন রিচার্লিসন। বক্সের বাইরে অসাধারণ স্কিলে কোরিয়ার এক ডিফেন্ডারকে পরাস্ত করে মার্কুইনোজকে পাস দেন রিচি। নিজে রান নেন বক্সের ভেতর। মার্কুইনোজ পাস দেন থিয়াগো সিলভাকে। সিলভার দেরি না করে বল পাঠান বক্সে রান নেওয়া রিচার্লিসনকে, যার স্বাভাবিক ফিনিশিংয়ে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
৩৬ মিনিটে লুকাস পাকেতার গোলে ব্যবধান ৪-০ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে ঠিক খুনে ফুটবল না খেললেও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। কয়েকবার গোল দেওয়ার খুব কাছাকাছি আসেন রাফিনহা। ব্রাজিলের ফরওয়ার্ডদের মধ্যে তিনিই এখনো কোনো গোল পাননি। আগের ম্যাচে বেঞ্চের প্রায় সকল খেলোয়াড়কে মূল একাদশে খেলানো তিতে আজ বদলি হিসেবে নামান গোলরক্ষক ওয়েভারটনকেও। এর মাধ্যমে কাতার বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পেল ব্রাজিলের ২৫ সদস্যের দলের সবাই।
৭৬ মিনিটে কোরিয়ার পার্ক সিয়ুং হো বক্সের বাইরে থেকে নেওয়া বুলেটগতির এক শটে এলিসনকে পরাস্ত করলেও তার গোল শেষ পর্যন্ত সান্ত্বনা হিসেবেই থেকে যায়।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেছিল ব্রাজিল। আর তাতেই নানান আলোচনার জন্ম দেয় সেলেকাওরা। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র তিন গোল করা ব্রাজিলের গোলের অভাবও দৃষ্টি কেড়েছিল সমালোচকদের।
-
ছোট লক্ষ্যে বড় নাটকীয়তা শেষে জয় পেল বাংলাদেশ
তবে নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সব সমালোচনার জবাব দিল তিতের দল। আর শেষ ষোলোতেই কোরিয়া দেখলো ব্রাজিলের রুদ্রমূর্তি।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা