স্পোর্টস ডেস্ক
অতিরিক্ত কার্ড দেখানো রেফারিকে নিয়ে যা বললেন মেসি
![ওই রেফারির ওপর ম্যাচে রীতিমত বিরক্ত ছিলেন দুই দলের খেলোয়াড়রা। ওই রেফারির ওপর ম্যাচে রীতিমত বিরক্ত ছিলেন দুই দলের খেলোয়াড়রা।](https://www.eyenews.news/media/imgAll/2021April/রেফারিকে-নিয়ে-যা-বললেন-মেসি-eyenews-2212101809.jpg)
ওই রেফারির ওপর ম্যাচে রীতিমত বিরক্ত ছিলেন দুই দলের খেলোয়াড়রা।
শুক্রবার রাত ১টায় কাতারের লুইসাল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সাথে পেনাল্টি শ্যুট আউটে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটিতে দুই দল মিলিয়ে ১৬টি হলুদ কার্ড দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্প্যানিশ কোট এন্টোনি মাতেও লাহোজ।
বিশেষ করে দ্বিতীয়ার্ধে ১০ মিনিট ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডকে ফ্রি-কিক উপহার দেয়ার বিষয়টিও ছিল বিতর্কিত। ঐ ফ্রি-কিক থেকেই বদলী স্ট্রাইকার ওট ওয়েহর্স্টের গোলে ডাচরা ২-২ গোলের সমতায় ফিরে।
এই ফ্রি-কিকের বিপক্ষে প্রতিবাদ করতে গিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে হলুদ কার্ড দেখতে হয়েছে। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করে মেসি বলেছেন, ‘তারা যখন সমতায় ফিরলো তখন আমার খুব রাগ হয়েছিল। আমি রেফারির সাথে কথা বলতে চাইনি। আমি জানি সবাই দেখেছে কি ঘটেছে। ফিফা এখন বিষয়টি পর্যালোচনা করবে বলে আমি মনে করি।
মেসি আরও উল্লেখ করেন যে, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একজন রেফারিকে দায়িত্ব দেয়াটা সঠিক হয়নি বলেই আমি মনে করি। তারা তাদের দায়িত্ব মোটেই সঠিকভাবে পালন করেনি।
আমরাও ভাল খেলিনি উল্লেখ করে মেসি বলেছেন, আমাদের ভাল না খেলার সুযোগে রেফারি ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায়। পুরো ম্যাচেই রেফারি আমাদের বিপক্ষে ছিল। সবশেষ ফ্রি-কিকটি মোটেই ফাউল ছিলনা।’
নেদারল্যান্ডের উইং-ব্যাক ডেনজেল ডামফ্রাইস পেনাল্টির পর দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে মেসি টুর্নামেন্টের চতুর্থ গোল করেছেন। মেসি বলেন, ‘আমরা কখনই অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যেতে চাইনি। সবাই দেখেছে আজ মাঠে কি হয়েছে, আমরা খুবই কষ্ট পেয়েছি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এভাবে একটি দলকে বিদায় নিতে হলে তা অত্যন্ত কষ্টদায়ক হতো। কিন্তু সব কিছুর পরেও এখন আমরা সেমিফাইনালে।’
আইনিউজ/এইচএ
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা