সাগর জাহান
বিশ্বকাপ থেকে উজ্জ্বল রোনালদোর নিরুজ্জ্বল বিদায়
![কাতার বিশ্বকাপই ছিল খ্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপই ছিল খ্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।](https://www.eyenews.news/media/imgAll/2021April/crishtiano-Ronaldo-last-world-cup-2022-fotball-eyenews-2212111214.jpg)
কাতার বিশ্বকাপই ছিল খ্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
খ্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাব ফুটবল এবং লিওনেল মেসির প্রতিদ্বন্ধী হিসেবে তাকে নিয়ে ফুটবল ভক্তদের মাঝে মাতামাতির শেষ নেই। অথচ কাতার বিশ্বকাপে সেই রোনালদোই ছিলেন একেবারে নিরুজ্জ্বল। এবার বিশ্বকাপে তিনি খেলার চেয়ে আলোচনায় ছিলেন বেশি কোচের সাথে তার সম্পর্কের টানাপোড়ন নিয়ে।
শেষ দুই ম্যাচে প্রথমার্ধের একাদশেও জায়গা হয়নি এই অভিজ্ঞ তারকার। তা নিয়ে বেশ চটেছেন সিআর সেভেন ভক্তরাও। কিন্তু তাতে কী? এসব কিছুর মাঝে উজ্জ্বল রোনালদো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চোখের পানিতে ভেসে। নিরুজ্জ্বল তারকার মতো যেন পতিত হয়ে গেলেন রোলানদো। যদিও জাতীয় ফুটবল থেকে অবসর ঘোষণা করেন নি এখনো। তবে এটাই যে ছিল খ্রিশ্চিয়ানোর শেষ বিশ্বকাপ তা সবারই জানা। বয়সের কাছেই এসে শেষকালে ধরা দিয়েছেন এই তারকা ফুটবলার।
শনিবার রাতে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছে পর্তুগালকে। রোনালদো মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে। যার ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোনালদোর পাড় ভক্ত থেকে শুরু করে অন্য দলের সমর্থকদেরও যা ভারাক্রান্ত করেছে।
৩৭ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসেছিলেন। হ্যাঁ, নিজের সেরা সময়টা তিনি ফেলে এসেছেন বছর দুয়েক আগেই। বিশ্বকাপের আগে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চলছিল টানাপোড়েন। আসরের মাঝেই যাদের সঙ্গে সম্পর্কের ইতিও ঘটে।
এরপর আসে নতুন বিতর্ক। পর্তুগালের শুরুর একাদশে জায়গা হারান রোনালদো। এমনকি মরক্কোর বিপক্ষে ম্যাচেও বদলি হিসেবে মাঠে নামতে হয়েছে তাকে। ‘জীবনের শেষ’ বিশ্বকাপটা রোনালদো জন্য সত্যিই দুঃস্বপ্ন হয়ে রইল। আর ক্যাবিনেটে সব থাকল, শুধু বিশ্বকাপটাই থাকল না।
রোনালদোর এভাবে বিদায়ে কাঁদছেন তার ভক্তরাও। একজন রোনালদোর বেঞ্চে বসে থাকার একটি ছবি পোস্ট করে যেমন লিখেছেন, ‘এই চাহনি বড় কঠিন চাহনি, এই চাহনিতে হাহাকার ছিল, এই চাহনিতে আকুতি ছিল- জ্বলে উঠবার। যতবার ছবিটার দিকে তাকাই মায়া লাগে। এই চাহনি সহ্য করে যাওয়া কঠিন, পারেননি কোচ সান্তোসও। ৫০ মিনিটের পরে নামিয়েছেন রোনালদোকে, কিন্তু ভাগ্য সহায় ছিল না সিআর সেভেনের। ফুটবল বিশ্বকাপ তোমাকে মিস করবে ক্রিস্টিয়ানো রোনাল্দো। ভালোবাসা নিয়ো।’
আরেকজন রোনালদোর ছবি ফেসবুকের কাভারে দিয়ে লিখেছেন, ‘এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া...।’
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মারিয়া মান্দা লিখেছেন, ‘সব সময় তোমার খেলা মিস করবো’।
রিফাত এমিল নামের একজন লিখেছেন, ‘রোনালদো কাঁদেনও! আল থুমামার টানেলটা কতটা দীর্ঘ? জিজ্ঞেস করুন রোনালদোকে। এই চোখে হাত দেওয়া, এই কান্না... ১৫ বছর আন্তর্জাতিক ফুটবলের শাসন। রোনালদো থামলেন, থামালেন আমাকেও। আক্ষেপ? একটুও না। মনে হচ্ছে ১৫ বছর ধরে আপনার সঙ্গেই ছিলাম। আজকের কান্নাতেও। ঐ বার্তা মনে থাকবে, লড়ে যেও। ধন্যবাদ রোনালদো, জীবনটা সহজ করার জন্য।’
আইনিউজ/এইচএ
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা