Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ১৩ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৭:১৭, ১৩ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না : কিংবদন্তী রোনাল্ডো

কিংবদন্তী ফুটবলার রোনাল্ডো

কিংবদন্তী ফুটবলার রোনাল্ডো

কাতার বিশ্বকাপের আসরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে হেরে শেষ হয়ে গেছে এই আসরে তাদের হেক্সা মিশন। ফাইনালে যাবার দৌড়ে আছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স এবং মরক্কো। তবে ফুটবল ভক্তরা ক্রোয়েশিয়া এবং মরক্কোকে পাশ কাটিয়ে ট্রফি জেতা লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ফ্রান্সকেই এগিয়ে রাখছেন। যদিও ব্রাজিলিয়া কিংবদন্তী ফুটবল তারকা রোনাল্ডো মনে করেন আর্জেন্টিনা নয় এবারের বিশ্বজাপ জিতবে ফ্রান্স।

কাতারের দোহায় মিডিয়া সেন্টারে বার্তা সংস্থা এএফপির সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে শুধু ফ্রান্সের হাতে কাপই তুলে দিচ্ছেন না। আর্জেন্টিনার প্রতি বিরোধটাও প্রকাশ করলেন। তিনি বলেন, ‘আমি প্রতারক হয়ে বলতে পারি না যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। '

রোনাল্ডোর বিশ্বকাপ নিয়ে করা ভবিষ্যদ্বাণী ফ্রান্সের দিকে। বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ফাইনাল হবে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি। তবে ব্রাজিল বিদায় নেয়ায় সেটা আর হয়নি। তাই ফ্রান্সের হাতেই বিশ্বকাপ দেখছেন বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।

তিনি আরো বলেন, ‘আমি শুরুতে ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ফাইনাল আশা করেছিলাম। কিন্তু ফ্রান্স এখনো টিকে আছে। প্রতি ম্যাচেই তারা ফেবারিটের মত দারুণ খেলছে। আমার মরক্কোকে বেশ ভালো লাগে কিন্তু এমবাপেদের সাথে তারা পারবে না।’

ফ্রান্সকেও বিজয়ী হিসেবে দেখার পাশাপাশি এমবাপেকেও প্রশংসায় ভাসালেন তিনি, ‘এমবাপ্পে জানে কীভাবে দ্রুততর সময়ে নিজের প্রতিভা ব্যবহার করতে হয়। সে গোলও করছে আবার অ্যাসিস্টও। তার ভেতর ক্ষুধা, দক্ষতা রয়েছে যা তাকে শীর্ষে উঠতে সাহায্য করবে।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়