Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ১৭ ডিসেম্বর ২০২২

কী ঘটতে পারে আর্জেন্টিনা-ফ্রান্স খেলায়?

ফ্রান্সের গ্রিজমেন এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।

ফ্রান্সের গ্রিজমেন এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।

আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। এরপরই চার বছর আগের আসরের মতোই রেঙে ফিফার এবারের কাতার বিশ্বকাপ আসরের ফাইনাল মঞ্চ। মুখোমুখি হবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা এবং বর্তমান চ্যাম্পিয়ণ ফ্রান্স। যাদেরকে অনেকটাই তরুণদের দল বলা যায়। দুই দলের ফাইনাল খেলাকে ঘিরে সময়ের সাথে সাথে সমর্থকদের মাঝে বাড়ছে উত্তেজনাও।

হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের, এমন খেলা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কিন্তু আর্জেন্টিনা-ফ্রান্স যে এবারেই প্রথম মুখোমুখি হয়েছে তানয়। গেল আসরেও ফ্রান্সের কাছে আর্জেন্টিনা ৪-৩ গোলে নাকানিচুবানি খেয়ে হেরেছে। জয়ের হিসেবে আর্জেন্টিনা-ফ্রান্সের মুখোমুখিতে এগিয়ে নবীনদের দল ফ্রান্সই।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এই দুই দলের আন্তর্জাতিক ম্যাচের হেড-টু-রেকর্ডে দেখা যায় ১২ বারের মোকাবেলায় ফ্রান্স জিতেছে তিনটি, আর্জেন্টিনা জিতেছে ৬টি ম্যাছে। তিনটি ম্যাচ ড্র হয়েছে।

১৯৩০ : বিশ্বকাপ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ১

১৯৬৫ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ০

১৯৭১ : প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ৩ ফ্রান্স ৪

১৯৭১ : প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ২ ফ্রান্স ০

১৯৭২ : প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ০ ফ্রান্স ০

১৯৭৪ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ১

১৯৭৭ : প্রীতি ম্যাচ, আর্জেন্টিনা ০ ফ্রান্স ০

১৯৭৮ : বিশ্বকাপ, আর্জেন্টিনা ২ ফ্রান্স ১

১৯৮৬ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ২, আর্জেন্টিনা ০

২০০৭ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ১

২০০৯ : প্রীতি ম্যাচ, ফ্রান্স ০ আর্জেন্টিনা ২

২০১৮ : বিশ্বকাপ, ফ্রান্স ৪ আর্জেন্টিনা ৩

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়