স্পোর্টস ডেস্ক
আপডেট: ১১:১৯, ২০ ডিসেম্বর ২০২২
মেসি এবং আর্জেন্টিনা বন্দনায় মাতোয়ারা বিশ্ব সংবাদমাধ্যম
বিশ্ব সংবাদমাধ্যমে নানা আকর্ষণীয় শিরোনামে ছাপা হয়েছে মেসিদের বিশ্বকাপ জয় গাঁথা। ছবি সংগৃহীত
কেউ খেলা শেষে বলেছেন এমন ফাইনাল এ জন্মে দেখিনি; আবার কেউ বলছেন- এরকম ফাইনাল ফিফার ইতিহাসে আর কবে দেখা যাবে কে জানে! এমনি এক শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চ ভরা ম্যাচ খেলে স্বপ্নের বিশ্বকাপ জিতে নিয়েছেন লিওনেল মেসি তথা আর্জেন্টিনা। তাদের এই শিরোপাজয়ের কাহিনী ছাপা হয়েছে সারা বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোতে। সেগুলোর শিরোনামে কেউ লিখেছেন মেসি ফুটবলের ঈশ্বর, আবার কেউ লিখেছেন দ্য গটের স্বপ্ন পূরণ। এমনি করে সারা বিশ্বের সব সংবাদমাধ্যমের প্রধান শিরোনামে উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খবর।
আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম পাজিয়ান টুয়েলভ লিখেছে, 'খোলা আকাশে যেন চেরি ফুল হয়ে ফুটেছে আকাশি, নীল ও সাদা।’ আর্জেন্টিনার মানুষের উদ্যাপন যেন বাধনহারা ছিল। ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন, আবার উদ্যাপনেও।’
আরেক পত্রিকা ক্লারিনের সাংবাদিক হুয়াইন ক্রুজ পাঠককে মনে করিয়ে দিয়েছেন ফুটবলের সঙ্গে জীবনের সম্পৃক্ততা, ‘গোলাপ আর কাঁটা দিয়েই তৈরি ফুটবল। মেসি, ৩৪ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন, যে ট্রফিটা তার জন্মের এক বছর আগেই নিয়তি নির্ধারিত ছিল।’
আর্জেন্টিনার জয়ের এই আবেগ উন্মাদনা ছড়িয়ে পড়েছেন সুদূর এই বাংলাদেশেও। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সমকাল তাদের মূল পাতার শিরোনাম দিয়েছে, 'জাদুকরের মাথায় মুকুট'। একই বন্দনায় মেতেছে বাকি পত্রিকাগুলোও।
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওলে প্রথম পাতায় লিখেছে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’ আর্জেন্টিনার আরেক রক্ষণশীল দৈনিক লা নাসিওনের শিরোনাম, ‘ইতিহাসের সেরা ফাইনাল।’ ক্লারিন বর্ণনা করেছে এই ম্যাচকে অবিস্মরণীয় হিসেবে।
ইংলিশ দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ‘জি ও এ টি’ (GOAT)। মাঝখানে টি অক্ষরের আগের এল অক্ষরটি লাল কালি দিয়ে কেটে দিয়েছে তারা। ব্রাজিলের ও গ্লোবোর শিরোনাম, ‘ফুটবল তার দায় শোধ করল।’ স্পেনের এল পাইস লিখেছে, ‘শেষ পর্যন্ত মেসির মাথায় মুকুট।’
এশিয়াজুড়েই রয়েছে মেসির প্রচুর সমর্থক। ভারতের দ্য হিন্দুর খবরে লেখা হয়েছে, মেসির সঙ্গে তার দলের ভাগ্যও লেখা ছিল। আর দক্ষিণ কোরিয়ার পত্রিকা হানকুক ইলবোর মেসিকে নিয়ে শিরোনাম, ‘ফুটবলের ঈশ্বর।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা