স্পোর্টস ডেস্ক
এবার সৌদি আরবের ক্লাবের হয়ে খেলবেন রোনালদো
![নতুন ক্লাবের জার্সির সাথে রোনালদো। নতুন ক্লাবের জার্সির সাথে রোনালদো।](https://www.eyenews.news/media/imgAll/2021April/সৌদি-ক্লাবে-খেলবেন-রোনালদো-eyenews-2212311255.jpg)
নতুন ক্লাবের জার্সির সাথে রোনালদো।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই যেন দলছুট ছিলেন পর্তুগিজ ফুটবল তারকা খ্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে ছন্দপতনের প্রভাব ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপেও। এবার এসব আলোচনার মাঝেই নিজের নতুন ঠিকানা খুজে নিয়েছেন ফুটবলের এই মহাতারকা। সৌদি আরবের স্থানীয় ক্লাব আল নাসেরে নিজের নাম লিখিয়েছেন রোনালদো।
কাতার বিশ্বকাপ চলাকালেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন রোনালদো। আর বিশ্বকাপের প্রায় ১২ দিন পরে এসেই রোনালদো জানালেন সৌদি আরবের আল নাসের রোনালদোর নতুন ঠিকানা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মাস দেড়েক দলবিহীন থাকা রোনালদোর নতুন ঠিকানা অবশেষে জানা গেছে শুক্রবার। আড়াই বছরের জন্য তিনি নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।
তবে সৌদি আরবে রোনালদোর নাম লেখানোর ব্যাপারটি যতটা না ফুটবলীয় তার চেয়ে বেশি আর্থিক। এমনটাই মনে করছেন ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। কেননা রোনালদো সৌদি আরবের ক্লাবে নাম লেখানোয় আগামী আড়াই বছরে পেতে যাচ্ছেন ৫০০ মিলিয়ন ইউরো। আর সংবাদমাধ্যমগুলোর তথ্য সঠিক হলে এটিই হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
আল নাসেরে খেলার জন্য মুখিয়ে আছেন রোনালদো। চুক্তি সম্পন্ন হওয়ার পর এক বিবৃতিতে রোনালদো এটাই জানান।
তিনি বলেন, ‘ইউরোপিয়ান ফুটবলে যা জিততে চেয়েছি, তার সবকিছু জিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এশিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার সঠিক সময় মনে করছি এখনই। ভিন্ন এক দেশে ও ভিন্ন লিগে নতুন এক অভিজ্ঞতার জন্য আমি রোমাঞ্চিত। আল নাসের ক্লাবের দৃষ্টিভঙ্গিও খুব অনুপ্রেরণাদায়ী। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং একসঙ্গে ক্লাবকে সাফল্য এনে দিতে আমি রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়।’
এদিকে রোনালদোকে ক্লাবে পেয়ে উচ্ছ্বসিত আল নাসের। সৌদি পেশাদার লিগে ৯টি শিরোপা জয়ী ক্লাব এবার স্বপ্ন দেখছেন এশিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। এক বিবৃতিতে আল নাসের জানায়, ‘ইতিহাস গড়ার পথে এগিয়ে যাওয়ার চেয়েও বেশি কিছু এটা। এই চুক্তি শুধু আমাদের ক্লাবকে আরও বড় সাফল্য অর্জনের দিকেই এগিয়ে নেবে না, আমাদের লিগ ও গোটা জাতিকে অনুপ্রাণিত করবে এবং ছেলে-মেয়েদের সহায়তা করবে নিজেদের সেরাটা হয়ে উঠতে। তোমার নতুন ঘরে স্বাগত ক্রিস্তিয়ানো…।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা