Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ২ জানুয়ারি ২০২৩

আগামী মার্চে ঢাকা আসছে ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির গত আসরে অংশ নিতে গত বছরের মার্চ মাসে দলের ঢাকায় আসার কথা ছিল ম্যারাডোনা-মেসির দেশের দল আর্জেন্টিনা। তবে মৌখিক সম্মতি দিয়েও শেষ পর্যন্ত স্পন্সর সংকটে পড়ে বাংলাদেশে আসতে পারেনি আকাশি নীল শিবির। আগামী মার্চে এবার বাংলাদেশে আসার কথা জানিয়েছে আর্জেন্টিনা কাবাডি দল।

আগামী ১১ থেকে ২২ মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। যেখানে টুর্নামেন্ট জাঁকজমকভাবে আয়োজন করতে আর্জেন্টিনাসহ দলের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

গতকাল রোববার (১ জানুয়ারি) বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ডেইলি বাংলাদেশকে আর্জেন্টিনা দলের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন। যেখানে বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নেবে বলেও জানিয়েছেন কাবাডি ফেডারেশনের এই কর্মকর্তা।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হল- বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, কেনিয়া ও পোল্যান্ড। আগের দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়