স্পোর্টস ডেস্ক
আপডেট: ১২:১৩, ৩১ জানুয়ারি ২০২৩
১০ ম্যাচে ৮ জয়, প্লে অফ নিশ্চিত সিলেট স্ট্রাইকার্সের
মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। ছবি- সংগৃহীত
বিপিএলের নবম আসরে শুরু থেকেই উড়ছে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন সিলেটের খেলোয়াড়রাও। সব মিলিয়ে বিপিএলের এই আসরে সব দলকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে সিলেট। আসরে ১০ ম্যাচের ৮টিতেই জয় পেয়েছে ম্যাশের দল। ফলে বলা যায়, নিশ্চিত হয়ে গেছে বিপিএলে সিলেটেড় প্লে অফে খেলা।
সোমবার (৩০ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে প্রত্যাশিত জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে তৌহিদ হৃদয় ও জাকির হাসানের অগ্নিঝরা অর্ধশতকের আর বোলিংয়ে রুবেল হোসেনের মুন্সিয়ানাই এদিন নিশ্চিত করে দেয় সিলেটের জয়। কালকের ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩১ রানে জিতেছে স্বাগতিকরা।
শুরুতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রানের বড় পুঁজি পায় সিলেট। মারমুখী ব্যাটিং করে নিজেদের ফিফটি তোলে নেন তৌহিদ হৃদয় এবং জাকির হাসান। জবাবে ১৪তম ওভার পর্যন্ত লড়াইয়ে ছিল খুলনা। তবে শেষ পর্যন্ত পুরো ওভার খেলে তারা পৌঁছাতে পারে ৯ উইকেটে ১৬১ রান পর্যন্ত। কেননা, বোলিংয়ে কাল অসাধারণ পারফরম্যান্স করেছেন সিলেটের রুবেল হোসেন।
বিপিএলের এই আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিলেটের এটি ১০ ম্যাচে অষ্টম জয়। ১৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে তারা নিশ্চিত করেছে প্লে-অফে খেলা। আট ম্যাচে ইয়াসির আলি চৌধুরীর নেতৃত্বাধীন খুলনার এটি ষষ্ঠ হার। ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসাবে তাদের অবস্থান পাঁচ নম্বরে।
নিজেদের দলের খেলা হওয়ায় সিলেটের দর্শকদের উন্মাদনার কোনো কমতি ছিল না। মাশরাফিদের প্রতি ম্যাচেই কানায় কানায় পূর্ণ গ্যালারির দেখা মেলে। বিপিএলের সিলেট পর্বে এটিই ছিল স্ট্রাইকার্সের শেষ ম্যাচ। খুলনার বিপক্ষে জয়ের পর ভক্তদের অকুণ্ঠ সমর্থনের প্রতিক্রিয়া জানান দলটির ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তারা। মাঠের চারিদিকে ঘুরে 'ল্যাপ অব অনার' দেন তারা।
এই হারে খুলনা আট ম্যাচে মাত্র দুই জয়ে চার পয়েন্ট তুলেছে। সমান ম্যাচ খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স পাঁচটি করে জয়ে যথাক্রমে তিনে ও চারে আছে। খুলনার তাই গ্রুপ পর্বে বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে সিলেট ১০ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। তাদের শুধু সুপার ফোর নয় সেরা দুই দলের একটি হয়ে কোয়ালিফায়ার খেলাও এক প্রকার নিশ্চিত।
আই নিউজ/এইচএ
Eye News YouTube Video
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা