Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

অঘোষিত সেমিফাইনালে কাল লড়বে সিলেট-রংপুর

ঘোষিত কোনো সেমিফাইনাল ম্যাচ নয় এটি, তবু দুই সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার খেলবে অঘোষিত এক সেমিফাইনাল ম্যাচ। বিপিএলের ৯ম আসরের দুই ফেভারিট দলের লড়াইয়ের উপর নির্ভর করবে বিপিএলের এই আসরের ফাইনালিস্ট হচ্ছে কোন দল। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে খেলার টিকিট পায় সিলেট। তবে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় দলটি।

দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনাল নিশ্চিতের ব্যাপারে আত্মবিশ্বাসী সিলেট। দলের সহকারী কোচ সৈয়দ রাসেল বলেন, ‘ফাইনালে ওঠার ব্যাপারে আমরা আশাবাদী। দুর্ভাগ্যবশত কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে আমরা ভালো খেলতে পারিনি। আশা করি, আগের ম্যাচের ভুলগুলো আমরা শুধরে নিতে পারবো।’

টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে রংপুর। দ্বিতীয় কোয়ালিফায়ার অঘোষিত সেমিফাইনালে রুপ নিয়েছে। এ ম্যাচে জয়ী দল ফাইনালে কুমিল্লার বিপক্ষে খেলবে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়