সাইফুর রহমান তুহিন
আপডেট: ১৬:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২৩
কোচ সুজন ও মুশফিককে নিয়ে সাক্ষাৎকারে যা বললেন তৌহিদ হৃদয়
বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে আগেই চিনিয়েছেন। রান করেছেন ওয়ানডে এবং ফার্স্টক্লাস ক্রিকেটেও। তবে ব্যাটসম্যান তৌহিদ হৃদয় বেশি আলোচনায় এসেছেন সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ধারাবাহিকভাবে রান করে। পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ডাক পেয়ে।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া একান্ত এক সাক্ষাতকারে তৌহিদ বলেছেন বাধা-বিপত্তি পেরিয়ে তার এই পর্যন্ত উঠে আসার গল্প। আইনিউজের পাঠকদের জন্য সাক্ষাতকারটি অনুবাদ করেছেন সাইফুর রহমান তুহিন।
এখনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে না দেওয়া উদীয়মান তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়কে নিয়ে গোটা দেশজুড়েই আলোচনা চলছে। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চমৎকার পারফরম্যান্স দেখিয়ে তৌহিদ ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের দলে নিজের স্থান করে নিয়েছেন। ১২ ইনিংসে ১৪০.৪১ স্ট্রাইকরেটে মোট ৪০৩ রান করা তৌহিদ টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান করার পাশাপাশি সর্বোচ্চ ৫টি ফিফটিও হাঁকিয়েছেন।
সংবাদমাধ্যমকে তৌহিদ বলেন, ‘‘দেখুন আমি কিন্তু বিকেএসপিতে ভর্তি হতেই চেয়েছিলাম কিন্তু এটি সম্ভব হয়নি। এ অবস্থায় আমি এই সিদ্ধান্তে অটল ছিলাম যে, ঢাকাভিত্তিক একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হবোই এবং এর জন্য টাকাপয়সাও কম নষ্ট করিনি। আমার বাবা কোনো খেলাপ্রেমী মানুষ ছিলেন না তবে আমার মা ক্রিকেট না বুঝলেও আমি তাকে মতে আনতে সক্ষম হই। পারিবারিক কারণে দু’বার ক্রিকেট ছেড়ে দেওয়ারও কাছাকাছি চলে গিয়েছিলাম আমি।’’
তৌহিদ আরও জানান যে, ‘‘ক্রিকেটার হওয়ার বিষয়ে আমার প্রবল ইচ্ছাশক্তি দেখে মা গ্রামে আমাদের কিছু জমি বন্ধক রাখেন এবং আমার হাতে টাকা তুলে দেন। তবে যে একাডেমিতে আমি ভর্তি হয়েছিলাম তা ছিলো ভুয়া এবং আমার পুরো টাকাটাই নষ্ট হয়। তখন বাড়িতে গিয়ে আমি সিদ্ধান্ত নেই যে, যেকোনো উপায়ে ক্রিকেট খেলার দরকার নেই। এই পরিস্থিতিকে কোচ মহিউদ্দিন স্যার আমাকে খেলতে দেখেন এবং অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ দেন। অনূর্ধ্ব-১৭ দলের স্ট্যান্ডবাই তালিকায়ও নাম ছিলো আমার। পরের বছর অনূর্ধ্ব- ১৮ দলেও সুযোগ পাই আমি এবং তখন মনে হয় যে, আমি তো এক পর্যায়ে যেকোনো কিছুর বিনিময়ে খেলা চালিয়ে যেতে চাইনি।’’
তবে তৌহিদের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় যখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র পরিচালক ও দেশের শীর্ষস্থানীয় কোচ খালেদ মাহমুদ সুজনের সথে পরিচিত হন। এরপর থেকে থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। রাজশাহীতে অবস্থিত দেশের অন্যতম সেরা বেসরকারি ক্রিকেট শিক্ষালয় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে খালেদ মাহমুদ তৌহিদের মাঝে অনেক সম্ভাবনা দেখতে পান এবং এতে তিনি মুগ্ধ হন।
‘‘মহিউদ্দিন স্যার আমাকে একটি একাডেমিতে নিয়ে গেলেন। আমি কিছু টুর্নামেন্ট খেললাম যার মধ্যে প্রথম বিভাগের একটি দলও ছিলো। খালেদ মাহমুদ স্যার আমার খেলা দেখেন এবং আমার ব্যাটিং তার পছন্দ হয়। আমি যদি সত্যিটা বলি তাহলে বলবো সুজন স্যারের দলে সুযোগ না পেলে আমার এতোদূর আসা হতো না। আমার জন্য স্যার যা করেছেন তাকে আমার ক্যারিয়ার টার্নিং পয়েন্টই বলতে হবে। তিনি আমাকে ঢাকায় নিয়ে না আসলে আমার চলার পথ আরও কঠিন হতো। এখন এটি বলতে আমার কোনোই দ্বিধা নেই যে, ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত সুজন স্যার আমার জন্য যা করেছেন তা ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়।’’সরল স্বীকারোক্তি তৌহিদের।
সংবাদমাধ্যমকে তৌহিদ আরও বলেন, ‘‘ বলতে গেলে ২০১৭ সাল থেকেই সুজন স্যার আমার খেলা পছন্দ করতেন। আর এই জিনিসটিই আমাকে খুবই আগ্রহী করে তুলে সিঙ্গেলস ও ডাবলস নিয়ে নিজের ইনিংস গড়ে তুলতে এবং রানিং বিট্যুইন দ্য উইকেটে উন্নতি করতে। আমার ফিল্ডিংয়েও অবদান আছে সুজন স্যারের এবং এবং মূলত: তার অধীনেই আমি আবাহনী লিমিটেডের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলি এবং চলতি বছর থেকে আছি শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। বর্তমানে সোহেল স্যারের সাথে ব্যাটিং নিয়ে কাজ করছি এবং ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়।’’
খালেদ মাহমুদ সুজনের সাথে তৌহিদের রসায়নটা এমনই ভালো যে, গুরুর পরামর্শে তিনি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের পদই ছেড়ে দেন। তার জায়গায় অধিনায়কত্ব পেয়ে দেশকে ২০২০ যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক হয়ে যান আকবর আলী।
‘‘টুর্নামেন্টের আগে সুজন স্যারের সাথে একটি বৈঠকও হয় আমার। তখন তিনি বিসিবি-র গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ছিলেন। আমি দশটি ইনিংসে তিনটি ফিফটি করলাম। কিন্তু আমাকে নিয়ে উচ্চাশা পোষণ করা সুজন স্যার এতে তেমন খুশি হতে পারলেন না। বিষয়টি কিন্তু আজও তেমনই আছে। এখনো তাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারি না।’’ - বলেন তৌহিদ।
খালেদ মাহমুদকে বাদ দিলে তৌহিদের আরেক বড় অনুপ্রেরণা মুশফিকুর রহিম। নিজ জেলা বগুড়ার সন্তান হিসেবে তৌহিদ চাইতেন মুশফিককে অনুসরণ করতে। মিডিয়াকে তিনি বলেন, ‘‘সেই শুরুর দিনগুলোতে মুশফিক ভাই আমাকে তার ব্যাট উপহার দিয়েছিলেন এবং আমিও তাকে (মুশফিক) রোল মডেল ভেবেছি। ২০১৭ সালে মুশফিক ভাইয়ের কাছ থেকে ব্যাট পাবার পরের ম্যাচেই আমি সাতটি ছক্কা হাঁকাই এবং এবং মনের মধ্যে আত্মবিশ্বাস জন্মে যে, আমিও ছক্কা মারতে পারবো। এখনো আমি মুশফিক ভাইয়ের কাছ থেকে ব্যাট নিয়ে থাকি এবং এটি জিজ্ঞেস করি না যে, ব্যাটটি আসলে তার নিজের কিনা। সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দু’দিন আগেও মুশফিক ভাই আমাকে ব্যাট উপহার দেণ এবং পুরো টুর্নামেন্টে এটি দিয়েই খেলেছি।’’
তৌহিদ যোগ করেন যে, বিপিএল-এ খেলার সময় তিনি ব্যাটিং স্ট্যান্স ও ব্যাকলিফটে কিছুটা পরিবর্তন আনেন এবং এটি ফলপ্রসূ হয়েছে। তিনি বিশ্বাস করতে চেয়েছেন যে, বলটা হলো মারার জিনিস এবং এটিকে মারতে হবে। পিচের অবস্থা নিয়ে তিনি এতোটা ভাবেননি এবং নেতিবাচক কোনো চিন্তাও মাথায় আনেননি। নিজের পছন্দের জায়গায় বল পেলে মারবেনই- এমন বিশ্বাস তার ছিলো।
তিনি বলেন, ‘‘বিপিএল একটি বড় প্লাটফর্ম এবং এখানে কেউ রান পেলে তাকে নিয়ে আলোচনা হবেই। এই টুর্নামেন্ট বাদ দিলেও আমি ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ এবং জাতীয় ক্রিকেট লিগেও রান পেয়েছি। তবে বেশি আলোচনা হলো এবারই। আমার কাজ হলো রান করে যাওয়া এবং আমি তা করে গেছি। আমি খুব দূরে তাকাতে চাই না এবং সাধারণ থাকতে চাই।’’
তৌহিদ বলেন, ‘‘আমি জানি যে, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে ডাকা পাওয়াতে আমাকে নিয়ে কিছু প্রত্যাশা থাকবে তবে এ নিয়ে আমি কোনো বাড়তি চাপ নিতে চাই না। একাদশে জায়গা পেলেও নিজের ব্যাটিং ঠিকঠাকমতো করা ছাড়া অন্য কিছু ভাবতে চাই না।’’
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও চান যে, তৌহিদ হৃদয় যেনো বিপিএল-এর ছন্দটা ধরে রাখতে পারেন এবং বিশ্বমানের বোলারদের বিপক্ষে পাওয়া সাফল্যজনিত আত্মবিশ্বাস নিয়ে নির্ভার ব্যাটিং করতে পারেন।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা