স্পোর্টস ডেস্ক
ধর্ষণের দায়ে কারাগারে ব্রাজিল তারকা দানি আলভেস!
ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় দানি আলবেস। ছবি- সংগৃহীত
ব্রাজিল ফুটবল দলের সময়ের অন্যতম খেলোয়াড় ছিলেন দানি আলভেস। এখনো ভক্তদের কাছে তিনি সমানভাবেই জনপ্রিয়। কিন্তু জানা গেলো ধর্ষণের অভিযোগে এক মাস ধরে কারাগারে আছেন ব্রাজিলের ফুটবল তারকা আলভেস।
তবে মজার বিষয় হলো ইতোমধ্যে কারাগারে থেকে কয়েদিদের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে এই তারকার। তাদের মধ্যে একজন আলভেসের সবশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
গত ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত স্পেনের ব্রায়ান্স দুইয়ের কারাগারে রয়েছেন ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেস। মূলত গত বছরের ডিসেম্বরে শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আলভেস মেক্সিকো থেকে স্পেনের বার্সেলোনায় যান।
সেখানে অবস্থানকালে ৩০ ডিসেম্বর একটি নাইট ক্লাবে গিয়ে ২৩ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। এরপরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মার্কার খবরে এক কয়েদির বরাত দিয়ে বলা হয়েছে, কারাগারে আলভেস নীরবে নিভৃতে থাকার চেষ্টা করেন। তবে সকলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেন। তিনি অনেক বড় তারকা। কিন্তু তার আচরণে মনে হয় খুবই সাধারণ একজন মানুষ। আলভেস যতদূর সম্ভব কারাগারে সকলকে সাহায্য করার চেষ্টা করছেন।
এ দিকে মার্কার ওই খবরে আলভেসের উকিল ক্রিস্টোবেল মার্টেলের বরাত দিয়ে বলা হয়েছে, ওই তরুণী এবং আলভেসের মধ্যে যা হয়েছে, সেটি পরস্পরের সম্মতিতে হয়েছে। এমনভাবে ঘটনাকে উপস্থাপন করা হলেও ফুটবলারের জামিন মেলেনি।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা