Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২৩:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজার ও হবিগঞ্জে বিকেএসপি প্রশিক্ষণের জন্য খেলায়াড় বাছাই

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৩ শুরু হতে যাচ্ছে। 

একজন খেলোয়াড় একটি দেশের পরিচয় বহন করে এবং একটি দেশকে বিশ্ব দরবারে বিশেষভাবে পরিচিত করতে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে।

বিকেএসপি তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৩ এ বাংলাদেশের ৬৪টি জেলায় নির্ধারিত তারিখসমূহে খেলোয়াড় বাছাই কর্মসূচি হাতে নিয়েছে।

তারই ধারাবাহিকতায় আগামী (রোববার) ২৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা স্টেডিয়াম এবং মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে খেলোয়ার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

দুটি জেলায় নির্ধারিত তারিখে খেলোয়াড়দের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে। 

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়া মেধার পরিশীলন, পরিস্ফুটন ও উন্নয়ন এবং বাছাইকৃতদের প্রশিক্ষণ প্রদান করে সামগ্রিকভাবে দেশের ক্রীড়ার মান উন্নয়নই এ কার্যক্রমের মুল উদ্দেশ্য। এছাড়াও ২০২৪ সালে বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তির লক্ষ্যে এ কর্মসূচি সহায়ক হবে।

খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি

১। এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়ায়, যথা: আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনুর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী খেলোয়াড় নির্বাচন করা হবে। 
নির্বাচিত খেলোয়াড়দের বিনা খরচে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে এক মাস মেয়াদি একটি এবং পরবর্তীতে দুইমাস মেয়াদি একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে।

২। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা-খাওয়া, যাতায়াত ভাড়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজ-সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে।

বিশেষ দ্রষ্টব্য 
১। নিম্নোক্ত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে https://bkspds.gov.bd/application/event/করড-পরতভ-অনবষন-ও-পরশকষণ-করযকরম-২৩

২। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে।

৩। সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

-বিজ্ঞপ্তি

Eye News Video  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়