Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

সব স্বাভাবিক আছে, সাকিবের সাথে সম্পর্ক নিয়ে বললেন তামিম 

সাংবাদিকদের সামনে বাংলাদেশি ব্যাটার তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

সাংবাদিকদের সামনে বাংলাদেশি ব্যাটার তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সম্পর্কের অবনতি নিয়েই এখন আলোচনা চলছে দেশের ক্রীড়াঙ্গনে। যদিও সম্প্রতি তামিম ইকবাল বলেছেন, সবকিছু স্বাভাবিক আছে। 

সাকিবের সঙ্গে সম্পর্কে ফাটল ইস্যুতে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এসময় তামিম জানান তাদের সম্পর্ক স্বাভাবিকই আছে। 

যদিও এর আগে পাপন তার বক্তব্যে স্পষ্ট করেই বলেছিলেন সাকিব-তামিমের মধ্যে দ্বন্ধ আছে। আর সেই দ্বন্ধ কোনো ড্রেসিংরুমের বিষয় নয় বলেও জানিয়েছিলেন পাপন। তবে তামিম বলছেন ভিন্ন কথা। 

ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন,‘সবকিছু স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। আজ না, অনেকদিন। রেজাল্টও দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিং রুম খুশি থাকে, তখন এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

তামিম বলেন, ’আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামি তখন আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। ’

অপরদিকে সাংবাদিকদের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গ্রুপিংকে বাংলাদেশের ক্রিকেটে একটি বড় সমস্যা বলে চিহ্নিত করেছেন। 

তিনি বলেছেন, গ্রুপিং বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা এবং এটাই বাস্তবতা। আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি শুধু এই গ্রুপিং সম্পর্কে ভীত এবং কিছুদিন আগে এর সম্পর্কে জানতে পেরেছি। বিশ্বকাপেও ওদের হোটেলে না থাকার পরও যা দেখেছি শুনেছি…বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব! সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এর অবসান ঘটাতে হবে। কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার- এখানে গ্রুপিং করার সুযোগ নেই।

বাস্তবে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খানের সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে তা তাদের কেউই খোলাসা করেন নি। তাই গুঞ্জন থেকেই যাচ্ছে, কী হতে যাচ্ছে সাকিব-তামিম সম্পর্কের পরিণতি। এবং এর কীরকম প্রভাব পড়বে বাংলাদেশের ক্রিকেটের ওপর। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়