Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১১:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ফিফা এওয়ার্ড ২০২৩ : আর্জেন্টিনায় উজ্জ্বল একটি রাত 

ফিফার বর্ষসেরার পুরষ্কার হাতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকারা। ছবি- সংগৃহীত

ফিফার বর্ষসেরার পুরষ্কার হাতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকারা। ছবি- সংগৃহীত

এবছর ফিফার সেরা ফুটবলারের এওয়ার্ড কার হাতে ওঠছে এ প্রশ্নের উত্তর অনেকেরই জানা ছিলো। এটাও একরকম ঠিক করাই ছিল যে মার্টিনেজের হাতে উঠবে সেরা গোলকিপারের এওয়ার্ড। আর তাদের কারিগর স্কলানি পাবেন সেরা কোচের পুরস্কার। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ফিফার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয় ২০২২ সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার প্রদান করা হয়। সেরা ফুটবলার, গোলকিপার, কোচ তিন ক্যাটাগরিতেই পুরষ্কারটে পেয়েছে আর্জেন্টিনার তারকারা। এজন্য, ফিফার পুরষ্কার বিতরণের রাতটা যেন ছিলো আর্জেন্টিনার আলোয় উজ্জ্বল এক রঙিন রাত। প্যারিসে শতাধিক মানুষ অবাক বিস্ময়ে দেখেছেন মেসি-মার্টিনেজ-স্কলানিদের পুরষ্কার গ্রহণ।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তবে এরপরের ম্যাচ থেকেই তারা যেভাবে ঘুরে দাড়িয়েছিলো সেই মুগ্ধতা মানুষ ফাইনালের শ্বাসরুদ্ধকর মুহুর্ত পর্যন্ত মানুষ উপভোগ করেছে। 

ব্যক্তিগত পারফরম্যান্স কিংবা দলীয় অর্জন–২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে লিওনেল মেসির। প্যারিসে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার যে তার হাতেই উঠবে, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে যখন সপ্তমবারের মতো পুরস্কারটি স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা, তখন তার কণ্ঠে ঝরেছে উচ্ছ্বাস আর আবেগ।

আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হাতে ‘ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড’ তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে।

এদিকে তাদের কোচ বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির নামের পাশে যোগ হয় বর্ষসেরা পুরুষ কোচের খেতাব। পুরস্কারটি জয়ের পথে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়