স্পোর্টস ডেস্ক
দুপুরে ইংল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে খেলতে নামছে টাইগাররা
বাংলাদেশ ক্রিকেট দল বনাম ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি- ইউএনবি
আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং বাংলাদেশের ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচে বুধবার (১ মার্চ) দুপুরে মিরপুরে খেলতে নামবে ইংল্যান্ড ও বাংলাদেশ। মাঠের বিচারে হোমগ্রাউন্ডে বাংলাদেশ এগিয়ে থাকলেও বিলেতিদের বিরুদ্ধে এখনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। তাই দর্শকদেরও আগ্রহ তুমুল এই সিরিজ নিয়ে।
গত কয়েক বছরে ওয়ানডে সংস্করণে সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। আর ঘরের মাঠে তাদের পারফরম্যান্স গ্রাফটা আরও এক ধাপ উপরে। ভারত, সাউথ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। ঘরের মাঠে এসব প্রাপ্তির ভীড়েও একটা আক্ষেপ আছে টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত ওয়ানডে সিরিজ জেতা হয়নি তাদের।
এবার সেই আক্ষেপ ঘুচানোর বড় সুযোগ তামিম ইকবালের দলের সামনে। সেই লক্ষ্যে আজ প্রথম ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
ঘরের মাঠে সবশেষ ১৪ দ্বিপাক্ষিক সিরিজের মাঝে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। দশ বছরের হিসেব করলে বাংলাদেশের দাপটটা আরও পরিলক্ষিত হবে। ২০১২ সালের ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ৫৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৪০ জয় পেয়েছে বাংলাদেশ।
ঘরের মাঠ আর চেনা কন্ডিশন সবমিলিয়ে এই ম্যাচে কিছুটা হলেও বাড়তি সুবিধা পবে বাংলাদেশ। তবে কোনোভাবেই একটুও পিছিয়ে নেই ইংলিশরা। এই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে হলে নিজেদের সেরাটা দিয়েই লড়তে হবে তামিম-সাকিবদের।
ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে দ্বিপাক্ষিক সিরিজে হারালেও এই সময় ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠতে পারেনি সাকিব-তামিমরা। ২০১৬ সালে ইংল্যান্ডকে হারানোর সুযোগ পেলেও সেটা করে দেখাতে পারেনি সাকিবরা। সেবার ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। প্রায় সাত বছর পর এবার আবারও বাংলাদেশ সফরে এসেছে জস বাটলাররা।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা