Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ১ মার্চ ২০২৩
আপডেট: ১২:৩৪, ১ মার্চ ২০২৩

টস জিতে ব্যাটিংয়ে নেমেই আউট হলেন লিটন 

লিটন কুমার দাস। পুরোনো ছবি

লিটন কুমার দাস। পুরোনো ছবি

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা তামিমের ব্যাটে ভালো হলেও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন লিটন কুমার দাস। 

আজ বুধবার (১ মার্চ) ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হয়েছে খেলা। 

এদিকে আজকের একাদশে ফিরেছেন তাইজুল এবং অধিনায়ক তামিম ইকবাল খান দুজনেই। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে দলে ছিলেন না তামিম। মিরপুরে ঘরের মাঠে হিসেবে এগিয়ে আছে বাংলাদেশ দল। কিন্তু চিন্তা আছে ইংল্যান্ডের বিপক্ষে এখনো কোনো ওয়ান ডে সিরিজ না জেতা নিয়েও। তাই দর্শকদের আগ্রহ তুমুল এই সিরিজ নিয়ে।

গত কয়েক বছরে ওয়ানডে সংস্করণে সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। আর ঘরের মাঠে তাদের পারফরম্যান্স গ্রাফটা আরও এক ধাপ উপরে। ভারত, সাউথ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। ঘরের মাঠে এসব প্রাপ্তির ভীড়েও একটা আক্ষেপ আছে টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত ওয়ানডে সিরিজ জেতা হয়নি তাদের। 

এবার সেই আক্ষেপ ঘুচানোর বড় সুযোগ তামিম ইকবালের দলের সামনে। সেই লক্ষ্যে আজ প্রথম ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সর্বশেষ স্কোর ৪ ওভার চার বল শেষে ৩৩ রান। উইকেটে আছেন অধিনায়ক তামিক ইকবাল এবং লিটন কুমার দাস। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক),  উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়