Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ৯ মার্চ ২০২৩

নিজের শেষ ওভারেই আঘাত হানলেন নাসুম 

পুরোনো ছবি।

পুরোনো ছবি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার টি-২০ সিরিজের প্রথম খেলা। শুরুতেই টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ। খেলার নবম ওভারে ইংল্যান্ডের দলীয় রান যখন শূন্য উইকেটে ৮০ রান তখন ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন স্পিনার নাসুম আহমেদ। ৩৪ বলে ৩৮ রান করা সল্টকে ফিরিয়ে প্রথম উইকেট শিকার করে বাংলাদেশ। 

আজকের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে দারুণ শুরু করেছে ইংলিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের দলীয় রান ১০ ওভার শেষে ৮০ রান ১ উইকেট। এখনো অপ্রতিরোধ্যভাবে বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন জশ বাটলার। 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের। এছাড়া দীর্ঘ আট বছর পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার।

ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিল সল্ট ও জস বাটলার। শুরু থেকেই ভালো বল দেখে খেলার পাশাপাশি বাজে বলগুলো সীমানাছাড়া করছিলেন দুজন। ডত বল কম রেখে সিঙ্গেলসের ওপরেও গুরুত্ব দিয়ে খেলতে থাকেন দুই ব্যাটার। সল্টকে ফেরানোর মধ্য উদ্বোধনী জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী, ডেভিড মালান, স্যাম কুরান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও ক্রিস ওকস।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়