আই নিউজ ডেস্ক
আপডেট: ২৩:১২, ১০ মার্চ ২০২৩
মেসিদের দায়িত্বে জিদানের কথা ভাবা হচ্ছে!
একঝাঁক তারকা ও পেট্রোডলারে গড়া দল নিয়ে একের পর এক ব্যর্থতা উপহার দিয়ে যাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি। সর্বশেষ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা। দলের এমন শোচনীয় অবস্থার জন্য সবার আগে আঙুল উঠেছে কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের দিকে। তবে বাদ যাচ্ছেন না তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেরা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পিএসজিতে গ্যালতিয়ের অধ্যায় হয়ে গেছে। ইতোমধ্যে তার বিকল্পও খুঁজে নিয়েছে ক্লাবটি।
ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, যদি বর্তমান কোচের বিদায় নিশ্চিত হয়, তাহলে পরবর্তী সময়ে জিদানের কথা ভাবা হচ্ছে। কেবল সমর্থকদের চাহিদার কারণে জিদানকে এগিয়ে রাখা হচ্ছে এমনটি নয়। জিদান চেয়েছিলেন ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে, কিন্তু সেই সুযোগ এখন না থাকায় পিএসজি শিবিরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর গ্যালতিয়ের বিদায় কাঙ্ক্ষিত হলেও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি নাসের আল খেলাইফির ক্লাব। তার পরিবর্তে জিদানকে আনার গুঞ্জন আগে থেকেই চলমান রয়েছে। কিন্তু দলের এমন নাজেহাল পরিস্থিতিতে সেই আলোচনাই আরও জোরালো করে তুলেছে মার্কা।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, তারকা খচিত দলে বেশ পরিবর্তন আনতে যাচ্ছে পিএসজি। দলের পরীক্ষিত তারকাদের ওপর তারা আর নির্ভর করতে রাজি নয়। তাই এমবাপেকে সঙ্গ দিতে ১৬ বছর বয়সী জায়েরে এমেরি ও ১৭ বছর বয়সী সেন্টার-ব্যাক চাদায়েল বিটশিয়াবুকে মূল দলে আনার কথা ভাবছে ক্লাবটি। তবে এত তারকা নিয়েও কেন সফলতার দেখা মিলছে না, সে বিষয়টিও তারা খতিয়ে দেখছে।
এর আগেও জিদানকে নিয়ে ফ্রান্স জাতীয় দল ও পিএসজির দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা তৈরি হয়েছিল। তবে তিনি চেয়েছিলেন জাতীয় দলের ডাগআউটে ফিরতে। কিন্তু দলটির কোচ দিদিয়ের দেশমকে পুনরায় দায়িত্বে রাখায় তার সেই আশা পূরণ হয়নি। এরপর ব্রাজিল জাতীয় দল, পিএসজি ও ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে তিনি যোগ দিতে পারেন বলে শোরগোল ওঠে। কিন্তু ভাষাগত জটিলতায় ব্রাজিল ও জুভেন্তাসে তার ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
কেবল তাই নয়, ভাষাগত দুর্বলতার কারণে ইংল্যান্ড বা জার্মানিতেও যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়টিও অনিশ্চিত। ফলে ঘুরেফিরে ফরাসি ক্লাবটিই আলোচনায় থাকছে। ৫০ বছর বয়সী ফ্রান্সের সাবেক বিশ্বজয়ী তারকা তার ভবিষ্যত গন্তব্য হিসেবে কোন ক্লাবকে বেছে নেন এখন সেটিই দেখার বিষয়!
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা