Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ১৩ মার্চ ২০২৩
আপডেট: ১৯:১০, ১৩ মার্চ ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে দলে নেই মাহমুদ উল্লাহ

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদ। ছবি- UNB

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদ। ছবি- UNB

ইংল্যান্ডের সাথে  টাইগারদের ওয়ান ডে সিরিজে পরাজয়ের গ্লানি অনেকটাই ঘুচেছে বিশ্ব চ্যাম্পিয়নদের টি ২০ সিরিজে হারিয়ে। এরপরেই আয়াল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই ওয়ান ডে দলে জায়গা হয়নি দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদের। দল থেকে বাদ পড়েছেন তাজুলও। এই সিরিজে একমাত্র নতুন মুখ হিসেবে আছেন জাকির হাসান।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে তাকে ছাড়াই সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপে খেলতে যায় বাংলাদেশ। এরপর থেকে আর টি-টোয়েন্টিতে সুযোগ পাননি রিয়াদ।

বাজে ফিল্ডিং ও ব্যাটিংয়ের জন্য অনেকদিন ধরেই সমালোচিত হয়ে আসছিলেন রিয়াদ। ওয়ানডেতে ২১৮ ম্যাচে মা ৩৫.৩৫ গড় ও ৭৬.১৭ স্ট্রাইক রেটে ৪ হাজার ৯৫০ রান করেছেন তিনি। বল হাতে ৮২ উইকেটও রয়েছে তার।

এদিকে চলতির সিরিজের দল থেকে মাহমুদউল্লাহ ছাড়াও বাদ পড়েছেন তাইজুল ইসলাম। এই স্পিনার সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ম্যাচের সবগুলোতে খেলেছিলেন। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এর বাইরে স্কোয়াডে ফিরেছেন নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও শরীফুল ইসলাম।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও জাকির হাসান।

আই নিউজ/এইচএ 

 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়