Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ১৪ মার্চ ২০২৩

ইলিংশদের ‘বাংলাওয়াশ’ করতে আজ মাঠে নামছে টাইগাররা 

অনুশীলনের সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

অনুশীলনের সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম দুই টি ২০ তে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আজ সিরিজের শেষ ম্যাচে ত্রি লায়ন্সদের হারালেই ‘বাংলাওয়াশ’ হবেন ডেভিড মালানরা। সেই লক্ষ্যেই মঙ্গলবার (১৪ মার্চ) বেলা তিনটায় শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নামবে সাকিব বাহিনী। 

ইংলিশদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। এখন বাংলাদেশের সামনে আরেক ইতিহাস গড়ার হাতছানি।

আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর তিনটায়। খেলাটি দেখা যাবে টি স্পোর্টস ও জি টিভিতে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চলমান সিরিজে টাইগার অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে মিলে তারুণ্যের সমন্বয়ে যে দল গড়লেন, তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে থ্রি লায়ন্সদের। 

সিরিজের প্রথম দুই ম্যাচেই নাজমুল হোসেন শান্তর ধারাবাহিকতা, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরম্যান্স, বল হাতে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের জ্বলে ওঠা; সবমিলিয়ে দুর্দান্ত ছন্দে আছেন টাইগাররা। তাই আজ জয় ছাড়া অন্যকিছু ভাবছে না কেউই।

এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামীম হোসেনের পরিবর্তে মিরাজকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ক্যারিয়ার সেরা বোলিং করে হয়েছেন ম্যাচসেরা। 

সিরিজ জয়ের পর শেষ ম্যাচেও দলে আসতে পারে পরিবর্তন। সুযোগ দেওয়া হতে পারে তানভীর আহমেদকে। তাকে জায়গা দিতে বিশ্রামে যেতে পারেন নাসুম আহমেদ। পেস আক্রমণেও আছে বদলের সম্ভাবনা। হাসান মাহমুদকে বিশ্রামে রেখে খেলানো হতে পারে নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়