Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ১৪ মার্চ ২০২৩

দলকে এগিয়ে নিচ্ছেন লিটন-শান্ত 

বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিতের পর বাংলাদেশের আজ একমাত্র লক্ষ্য ইংলিশদের বাংলাওয়াশ দেয়া। সেই মিশনে প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের দারুণ শুরু এনে দিয়েছেন লিটন দাস। শান্তকে সাথে নিয়ে এই পর্যন্ত দলীয় রানের চাকা গতিশীল রেখেছেন লিটন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে এক উইকেটে ১৩১ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চলতি সিরিজে প্রথমবারের মতো টস জিতেছেন তিনি।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি বাজে বল সীমানা ছাড়া করেছেন দুজন। সেই ধারাবাহিকতায় দুজনের ব্যাটে প্রথমবারের মতো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায় টাইগাররা।

দারুণ শুরুর পর দলীয় ৫৫ রানে বিদায় নেন রনি। আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে তার হাতেই ধরা পড়েন তিনি। এর আগে ২২ বলে করেন ২৪ রান।

রনি বিদায় নিলেও অন্যপ্রান্তে আপন গতিতে খেলতে থাকেন লিটন। সেই ধারাবাহিকতায়  ৪১ বলে পেয়ে যান ফিফটির দেখা। অন্যপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ১৮ রানে অপরাজিত আছেন।

এ ম্যাচে ‍দুই পরিবর্তন এসেছে টাইগার শিবিরে। সিরিজের দ্বিতীয় ম্যাচে জায়গা হারানো বাঁহাতি ব্যাটার শামীম হোসাইন দলে ফিরেছেন। এছাড়া লাল সবুজের জার্সিতে টি-২০তে অভিষেক হতে যাচ্ছে তানভীর ইসলামের। এতে বিশ্রাম পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়