স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৮:৪২, ১৪ মার্চ ২০২৩
ইংলিশদের ‘বাংলাওয়াশ’ দিলো বাংলাদেশ
নিজেদের জয় নিশ্চিতের পর এভাবেই উদযাপনে মেতে ওঠেন সাকিব-মেরাজ। ছবি- ESPN
সিরিজ জয় করেছিলো টাইগাররা আগেই। আজ লক্ষ্যটা ছিলো ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ দেয়ার। সেই লক্ষ্যে দলের হয়ে ব্যাট করতে নেমে দারুণ করেছেন লিটন-শান্তরা। বাংলাদেশের দেয়া ১৫৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও মোস্তাফিজ-মেরাজ-সাকিবদের বলে ধরা দিয়ে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কোনো সিরিজে ‘বাংলাওয়াশ’ করার স্বাদ পেল বাংলাদেশ।
এর আগে ব্যাট করতে নেমে টাইগারদের দারুণ শুরু এনে দিয়েছেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। খেলার বিশ ওভার পর্যন্ত আট উইকেট হাতে ধরে রাখতে পারলেও শেষদিকে এসে রান তোলতে পারেনি বাংলাদেশ। ফলে ১৫৮ রান তুলেছে বাংলাদেশ। ইংলিশের জিততে হলে করতে হবে ১৫৯ রান।
ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর ফলে শেষটায় একেবারেই রান তুলতে পারেনি বাংলাদেশ। সাকিব এবং শান্ত দুইবার উইকেট থেকে বাঁচলেও তেমন রান আসেনি শেষদিকে তাদের ব্যাট থেকে। শান্তকে সাথে নিয়ে এই পর্যন্ত দলীয় রানের চাকা গতিশীল রেখেছেন লিটন। দলের হয়ে আজ সর্বোচ্চ ৭৩ রান করেছেন লিটন কুমার দাস।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চলতি সিরিজে প্রথমবারের মতো টস জিতেছেন তিনি।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি বাজে বল সীমানা ছাড়া করেছেন দুজন। সেই ধারাবাহিকতায় দুজনের ব্যাটে প্রথমবারের মতো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায় টাইগাররা।
দারুণ শুরুর পর দলীয় ৫৫ রানে বিদায় নেন রনি। আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে তার হাতেই ধরা পড়েন তিনি। এর আগে ২২ বলে করেন ২৪ রান।
রনি বিদায় নিলেও অন্যপ্রান্তে আপন গতিতে খেলতে থাকেন লিটন। সেই ধারাবাহিকতায় ৪১ বলে পেয়ে যান ফিফটির দেখা। কিন্তু শেষদিকে এসে জরডানের বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিটন।
লিটনের আউটের পর ব্যাট করতে নামেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু তেমন রান আসেনি তার ব্যাট থেকে। শেষ পাঁচ ওভারে তুলনামূলক কম রনা এসেছে বাংলাদেশি ব্যাটারদের ব্যাট থেকে।
ইংল্যান্ডকে বাংলাওয়াশ দিয়ে ক্রিকেট ইতিহাসে আরেক অঘটনের ইতিহাস লিখলো বাংলাদেশের টাইগাররা।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা