Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১৮ মার্চ ২০২৩

দুপুরে সিলেটে আইরিশদের মোকাবিলায় নামছে বাংলাদেশ

অনুশীলনে আইরিশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। ছবি- সংগৃহীত।

অনুশীলনে আইরিশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। ছবি- সংগৃহীত।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সাথে টি-২০ সিরিজে ধবলধোলাই করার সুখস্মৃতি এখনো রয়েছে। এর মাঝেই আজ (১৮ মার্চ) থেকে সিলেটে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ। এদিকে এই সিরিজের মধ্য দিয়ে প্রায় তিন বছর সিলেট ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো। 

২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে ৩টি ওয়ানডে ও ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের জন্য শেষ মুহূর্তে বাতিল হয়েছিল সিরিজ দু'টি। তিন বছর পর ৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও একটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টেস্ট ক্রিকেটের নবাগত আয়ারল্যান্ড এখন সিলেটে। আজ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। 

একই ভেন্যুতে পরের দু'টি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-২০ তিনটি দুই দল খেলবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং সফরের একমাত্র টেস্টটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪-৮ এপ্রিল।

বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ইউরোপীয় দলটি ২০১১ সালের পর এই প্রথম খেলতে এসেছে বাংলাদেশে। দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। তামিম বাহিনীর ৭ জয়ের বিপরীতে আইরিশদের জয় ২টি। খেলা হয়নি একটি। ২০১৯ সালের বিশ্বকাপের আগে ডাবলিনে একটি তিন জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টেই আইরিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলে টাইগাররা জিতেছিল ৬ উইকেটে। 

২০১৭ সালে ডাবলিনে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের একটি জিতেছিল টাইগাররা ৮ উইকেটে। আরেকটি খেলা হয়নি। ২০০৮ সালে ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়ইটওয়াশ করেছিল বাংলাদেশ। কাকতলীয় বিষয়, ১৫ বছর আগে ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলে ৮ উইকেটে জিতেছিল টাইগাররা। ঠিক দেড় দশক পর আবারও একই দিনে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আই নিউজ/এইচএ 


আই নিউজে আরও পড়ুন: 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়