Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ মার্চ ২০২৩

টায়ার-১ নিশ্চিত করলো অপরাজিত চ্যাম্পিয়ন মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার ক্রিকেটাররা।

মৌলভীবাজার জেলার ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশীপের টায়ার-২ তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। গত ১৭ মার্চ দিনাজপুর ভেন্যুতে চুয়াডাঙ্গাকে ১৪৭ রানে হারিয়ে টায়ার-১ নিশ্চিত করে পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার ক্রিকেটাররা।

শুক্রবার (১৭ মার্চ) শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দলীয় অধিনায়ক শাহনাজ ও বাপ্পা।
উদ্বোধনী জুটিতে ১৩৭ রান করে ব্যক্তিগত ৭৯ রানে ফিরেন শাহনাজ। তবে বাপ্পার ৪৭ এবং রিহাদের অপরাজিত ৬৪ বলে ৬৬ রানে ২৪৮ রানে বড় সংগ্রহ পায় মৌলভীবাজার।

পরে বল করতে নেমে ধারাবাহিক ভালো বল করতে থাকা মৌলভীবাজারের বোলারদের বিপক্ষে ১০১ রানের সবকটি উইকেট হারায় চুয়াডাঙ্গা। দলের হয়ে শাহজাদা ১৯ ও নিরব করেন ১৩ রান। এদিকে মৌলভীবাজারের অনুপ, ইমন ও সাকিব নেন ৩ টি করে উইকেট।

১৪ মার্চ দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে নেত্রকোনাকে মাত্র ৭১ রানে অল আউট করে জয়ের সুবাস পেতে থাকা মৌলভীবাজারের পক্ষে ইমন, সাকিব ও অনুপ সবাই ৩ টি করে উইকেট লাভ করেন।

লো স্কোরিং ম্যাচে ৬ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে টায়ার-১ নিশ্চিত করে মৌলভীবাজার। ইমন অপরাজিত ১৮, বাপ্পা ১৭ রান করেন। নেত্রকোনার পক্ষে আসিফ ৪ উইকেট লাভ করেন।

১০ মার্চ ১ম খেলায় শক্তিশালী টাঙ্গাইল জেলাকে ৩৫ রানে হারিয়ে শুভ সূচনা করে মৌলভীবাজার। নির্ধারিত ৪৯.৫ ওভারে ১৯২ রান করে মৌলভীবাজার। রিহাদ ৫২, রুহেল ৩২,শাহনাজ ২৪ রান করেন,টাঙ্গাইলের পক্ষে নাইমুল ৩ টি ও জনি ২ টি উইকেট লাভ করেন।

১৯৩ রানের টার্গেটে  খেলতে নেমে সাকিবের লেগ স্পিন ভেলকিতে ১৫৭ রানে অল আউট হয়ে যায় টাঙ্গাইল। সাকিব ৫ টি ও অনুপ নেন ২ উইকেট। টানা ৩ ম্যাচ জিতে টায়ার-১ নিশ্চিত করে মৌলভীবাজার।

মৌলভীবাজার দলের কোচ হিসেবে সাথে ছিলেন দীর্ঘদিন বয়সভিত্তিক দল নিয়ে কাজ করা রুমান মজুমদার। ম্যানেজার হিসেবে ছিলেন সিপিএএম এর ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ উর রহমান সোহেল। দলের অধিনায়ক ছিলেন শাহনাজ আহমদ এবং তাজিদ সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন।

আগামী বছর টায়ার-১ এ অংশ নিবে মৌলভীবাজার। দলের এই সাফল্যে তাদের অভিনন্দন জানান জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, ক্রিকেট কমিটির আহবায়ক ও  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, আম্পায়ার এন্ড স্কোরারস এসোসিয়েশনের সভাপতি মাহবুব ইজদানী ইমরান, ক্রিকেট কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ সহ অন্যান্যরা।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়