Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২৩ মার্চ ২০২৩

২৮ ওভারেই আইরিশ শিবির বধ করল টাইগাররা 

আজকের ম্যাচে একাই ৫ উইকেট শিকার করেছেন নবাগত হাসান মাহমুদ। ছবি- সংগৃহীত

আজকের ম্যাচে একাই ৫ উইকেট শিকার করেছেন নবাগত হাসান মাহমুদ। ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত বাংলাদেশের। এই সমীক্ষা মাথায় নিয়েই আজ খেলছে দল। তবে টস জিতে ব্যাট করতে নামা আইরিশদের যেন একটু তাড়াতাড়িই কোণঠাসা করে দিলেন সাকিব-হাসান মাহমুদরা। 

হাসান মাহমুদ, এবাদত, তাসকিনের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পান  হাসান মাহমুদ। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৩২ রানে ৫ উইকেট লাভ করেন তিনি। 

এর আগে, শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ সিরিজ নির্ধারণী ম্যাচে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে একাদশে নিয়েছে। 

দল থেকে বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচে সুযোগ পাওয়া ইয়াসির রাব্বি। এছাড়া দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয়টিতেও মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়