Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ২৩ মার্চ ২০২৩

মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

খ্রিশ্চিয়ানো রোনালদো।

খ্রিশ্চিয়ানো রোনালদো।

ক্লাব ফুটবল থেকে আপাতত ছুটি মিলেছে বিশ্ব ফুটবলারদের। তবে আর বিশ্রামের ফুরসত মিলছে কোথায়! কেননা দু’দিন বিরতি দিয়ে তাদের আবারও ফুটবল নিয়ে ছুটতে হবে। তারা ফিরেছেন আন্তর্জাতিক ম্যাচের সূচিতে।

এর মাঝেই শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে রমজান শুরু হয়ে গেছে। মুসলমানদের ধর্মীয় এই ‍উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লেখেন, ‌‌‘সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।’

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে মাঠ মাতাছেন ৩৮ বছর বয়সী এই তারকা। শুরুতে বেগ পেতে হলেও আরবিয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। কদিন আগেই দেশটির জাতীয় উৎসবে আরবিয় সাজে যোগ দিয়েছিলেন উৎসবে। এবার তিনি রমজানের শুভেচ্ছা জানালেন মুসলমানদের। বর্তমানে তিনি যেই ক্লাবটিতে খেলছেন তার বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী সৌদি আরবের ফুটবলার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়