Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ২৫ মার্চ ২০২৩

এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের দারুণ জয় 

হল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। ছবি- MARCA

হল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। ছবি- MARCA

ক্লাব ফুটবল থেকে আপাতত ছুটিতে আছেন আন্তর্জাতিক ফুটবলাররা। কারণ, দেশের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে লড়াইয়ে নামা। ইউরোর বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রাতে মাঠে নেমেছিলো এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স ফুটবল। অধিনায়ক এমবাপ্পের জোড়া গোলের দিনে শুরুতেই হল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। 

এ ম্যাচে অধিনায়ক হিসেবে গোল পেতে এমবাপ্পেকে ২১ মিনিটে অপেক্ষা করতে হয়েছে। অরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থেকেও নেদারল্যান্ডসের আক্রমণ ফরাসিদের রক্ষণভেদ করার জন্য যথেষ্ট ছিল না।

ফ্রান্সের আক্রমণ দিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধ। ৩ গোলে পিছিয়ে থেকে নেদারল্যান্ডসও ম্যাচে ফেরার চেষ্টাটা চালিয়ে যায়। ৫৮ মিনিটে মেম্ফিস ডিপাই গোলরক্ষক বরাবর ফ্রিকিক নেন।

এখান থেকে নেদারল্যান্ডস কর্ণার পেলেও তা কাজে লাগাতে পারেনি। উল্টো ডাচদের নেওয়া সেই কর্নার থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় ফ্রান্স। ৭৭ মিনিটে গ্রিজমানকে তুলে নেন দিদিয়ের দেশম। ৭৮ মিনিটে সহজ একটি সুযোগ মিস করেন এমবাপ্পে। ফরাসি অধিনায়কের শট দারুণ দক্ষতায় রুখে দেন ডাচ গোলরক্ষক।

ম্যাচের ৮৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন এমবাপ্পে। এই গোলে তিনি ফ্রান্স জাতীয় দলের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে যান, ছাড়িয়ে গেছেন করিম বেনজেমাকে। ফ্রান্সের হয়ে তাঁর গোল এখন ৩৮টি। ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ডিপাই।

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের আরেক ম্যাচে রোমেলো লুকাকুর হ্যাটট্রিকে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়