Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ২৯ মার্চ ২০২৩

দ্রুততম সেঞ্চুরি করলো বাংলাদেশ, হলো না লিটনের!

আজকের ম্যাচেও দারুণ খেলে নজর কেড়েছেন লিটন-রনি।

আজকের ম্যাচেও দারুণ খেলে নজর কেড়েছেন লিটন-রনি।

বাংলাদেশ ক্রিকেটে জয়ের ধারাবাহিকতা দেখে যেকোনো সমর্থকই এখন লিটন-সাকিব-শান্তদের ভক্ত বনে যাবেন। সিরিজের দ্বিতীয় টি-২০ তে আজ সেই ধারাবাহিকতায়ই আজ দ্রুত তম সময়ে শত রান করার ইতিহাসটিও গড়ে নিয়েছে বাংলাদেশ। মাত্র ১১ ওভারেই ১৩৪ রান তুলেছেন টপ অর্ডারে খেলা লিটন-রনি ও সাকিব আল হাসান। ফলে আজকের ম্যাচেও বড় সংগ্রহের দিকে যাচ্ছে বাংলাদেশ দল। 

সাগরিকায় প্রথমে প্রাকৃতিক বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে। কিন্তু কে জানতো, খেলা মাঠে গড়ালে দেখতে হবে চার-ছক্কার বৃষ্টি! যেখানে দুই ওপেনার লিটন ও রনির ব্যাটে ভর করে সবচেয়ে কম বলে দলীয় শতকের দেখা পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার ২ বলে বিনা উইকেটে ১৩৬ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসটা হয়েছিল ঠিক সময়েই। যেখানে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। টস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নেমে আসে বৃষ্টি। দুই দফা বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুজন। সে ধারাবাহিকতায় পাওয়ার প্লে-র চতুর্থ ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৮ বলে অর্ধশতক পূরণ করেন লিটন দাস। যা দেশের টি-২০ ইতিহাসে দ্রুততম। তিনি পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলকে। যিনি ২০ বলে অর্ধশতক করে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন।

অষ্টম ওভারের প্রথম বলে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। মাত্র ৪৩ বলে রানের সেঞ্চুরি পূরণ হয় টাইগারদের, যা নিজেদের টি-২০ ইতিহাসে দ্রুততম। লিটন ৬৪ ও রনি ৪১ রানে ব্যাট করছেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়