Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ২৯ মার্চ ২০২৩

সাকিব একাই নিলেন ৫ উইকেট

আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান।

আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের বিপক্ষে লড়ছে আয়ারল্যান্ড। কিন্তু আইরিশদের লড়ার সুযোগই দিচ্ছে না বাংলাদেশ। ব্যাট হাতে দাপটের বল হাতেও আয়ারল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। প্রথম ৫ ওভারেই প্রতিপক্ষের ৫ উইকেট তোলে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে সাকিব আল হাসান একাই নিয়েছেন ৫ উইকেট! 

কার্টেল ওভারের ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে তিন উইকেটে ২০২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ওভারে ৬ উইকেটে ৪৩ রান।

দলের হয়ে আইরিশদের প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, তাও ইনিংসের প্রথম বলেই। 

এর আগে ব্যাট করতে নেমে বাংলার টাইগাররা আইরিশদের নিজেদের ব্যাট দিয়ে ধবলধোলাই করেছে।লিটন কুমার দাসের ৪১ বলে ৮৩ এবং  রনি তালুকদারের ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ব্যাটিংয়ে শুরু থেকেই আইরিশ বোলারদের ভোগান্তিতে ফেলেন বাংলাদেশি এই দুই ওপেনার। 

যদিও বাংলাদেশ দলের এমন উজ্জ্বল দিনে নিজের শতক পূরণ করতে পারেন নি লিটন দাস। শতক থেকে মাত্র ১৭ রান দূরে থাকতেই নিজের ভুলে ক্যাচ আউট হন লিটন। আইরিশ হোয়াইটের উইকেটের বাইরে করা বলটি নিজে থেকে মারতে গিয়েই বিপদ ডেকে আনেন লিটন। লিটনের আগেই একই বোলারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন রনি তালুকদারও। 

তবে এর পরে ব্যাট করতে নামা তৌহিদ হৃদয় এবং সাকিবের বেধম মারের ফলে থেমে থাকেনি রানের চাকা। চার, ছয়ের মারে ২৪ বলে ৩৮ রান তোলেন সাকিব। জুনিয়র তৌহিদও ১৩ বলে চব্বিশ রানের একটি দারুণ ইনিংস খেলে আউট হয়ে ফিরেছেন। খেলার যখন শেষ বল তখন ব্যাট হাতে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। নিজের ভাগে পড়া শেষ বলে দুই রান তোলতে সক্ষম হন এই ক্রিকেটার। ফলে বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ২০২ রানে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসটা হয়েছিল ঠিক সময়েই। যেখানে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। টস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নেমে আসে বৃষ্টি। দুই দফা বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে।

খেলার অষ্টম ওভারের প্রথম বলে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। মাত্র ৪৩ বলে রানের সেঞ্চুরি পূরণ হয় টাইগারদের, যা নিজেদের টি-২০ ইতিহাসে দ্রুততম। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়